The Dhaka Times Desk টিপু সুলতানের কথা আমাদের অনেকের জানা আছে। কারণ ইতিহাসের একটি বড় অংশ হলো টিপু সুলতান। দুই শত বছর আগের সেইসব কথা এখনও মানুষের মধ্যে বিদ্যমান। এবার ২২০ বছর পর পাওয়া গেলো টিপু সুলতানের তলোয়ার।
সেই ১৭৯৮-৯৯ সালে হয়েছিল মহীশূরের চতুর্থ যুদ্ধ। সেই যুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত হয়েছিলেন টিপু সুলতান। ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে সেই যুদ্ধে লড়াই করেছিলেন মেজর থমাস হার্ট।
সম্প্রতি থমাস হার্টের উত্তরসূরিরা চিলেকোঠার ঘর পরিষ্কার করতে গিয়ে দেখতে পান ধুলো ভর্তি খবর কাগজের মধ্যে কী যেনো একটা রাখা রয়েছে। সেগুলো নামাতেই তাদের যেনো চক্ষু চড়কগাছ। সেই কাগজের মধ্যে লুকানো ছিল বাঘছাপওয়ালা বন্দুক ও স্বর্ণ-খচিত একটি তলোয়ার। বাড়ির ছাদ হতে হঠাৎ এই জিনিস পেয়ে হকচকিয়ে হয়ে যায় ওই ব্রিটিশ পরিবার।
জানা গেছে, ওই তলোয়ারটি (বন্দুক) টিপু সুলতানের। ওই তলোয়ারটি আসলে টিপু সুলতানের বাবা হায়দার আলির। চতুর্থ মহীশূর যুদ্ধে পরাজয়ের পর থমাস হার্ট ওই জিনিসগুলি প্রাসাদ হতে নিয়ে চলে গিয়েছিলেন ইংল্যান্ডে। তারপর সেগুলিকে রেখে দিয়েছিলেন নিজের বাড়িতেই। দীর্ঘ ২২০ বছর পর সেগুলি খুঁজে পেলেন থমাসের উত্তরসূরিরা।
এই মাসের শেষের দিকে নিলামে উঠবে টিপু সুলতানের ওই তলোয়ার। অ্যাটর্নি ক্রিব লিমিটেড নামে একটি নিলাম সংস্থার কর্ণধার বলেছেন, এটি একটি অভাবনীয় আবিষ্কার বটে। ২২০ বছর ধরেই এই প্রত্নত্বাত্তিক সামগ্রীগুলো অবহেলায় পড়েছিল। এগুলোর নিলাম করা হবে।
This post was last modified on মার্চ ২০, ২০১৯ 5:04 pm
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাষাগত ব্যবধান কমাতে জনপ্রিয় যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ এবার নতুন একটি বিল্ট–ইন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছে আদিত্য ধর পরিচালিত সিনেমা ‘ধুরন্ধর’।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের বীরত্বগাথার এক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইতালির মিলান থেকে লন্ডনগামী একটি বিমানে উড়ান শুরু হওয়ার পর…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ১ পৌষ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বাস্থ্য রক্ষায় ব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর তার মধ্যে সবচেয়ে সহজ,…