দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯ খৃস্টাব্দ, ৫ চৈত্র ১৪২৫ বঙ্গাব্দ, ১১ রজব ১৪৪০ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
যে দৃশ্যটি আপনারা দেখছেন সেটি একটি ঝুলন্ত সেতু। বিশ্বের দীর্ঘতম এই ঝুলন্ত সেতুটি সুইজারল্যান্ডে। দেশটির জারমেট শহরের কাছে সেতুটির দৈর্ঘ্যে প্রায় ৫০০ মিটার। পায়ে হেঁটে চলাচলের জন্য বিশ্বের সবচেয়ে দীর্ঘ ঝুলন্ত সেতু এটি।
সেতুটির নাম রাখা হয়েছে অয়রোপাব্র্যুকে বা ইউরোপের সেতু। জারমেট ট্যুরিস্ট বোর্ড জানিয়েছে যে, এটির উদ্বোধনের আগে অস্ট্রিয়ার রুটে অঞ্চলের একটি সেতু ছিল বিশ্বের দীর্ঘতম সেতু। যার দৈর্ঘ্য হলো ৪০৫ মিটার।
জানা গেছে, ভুমি হতে এই সেতুর উচ্চতা ১১০ মিটার। তবে এখন থেকে সুইজারল্যান্ডের এই ইউরোপাব্রুখেই হলো বিশ্বের সবচেয়ে দীর্ঘ ঝুলন্ত সেতু। পুরনো একটি সেতু ভেঙে পড়ায় সেখানে নতুন এই সেতুটি নির্মাণ করা হয়।
ছবি ও তথ্য: www.morningringer.com