The Dhaka Times Desk এমন গ্রামও রয়েছে যেখানে সন্তান জন্ম দেওয়া নিষিদ্ধ! সত্যিই এই সভ্য যুগেও কী এমন গ্রাম রয়েছে? তবে ঘটনাটি সত্যি। এই গ্রামটি পশ্চিম ঘানায় অবস্থিত।
পশ্চিম ঘানায় অবস্থিত এই গ্রামটির নাম হলো মামফে ডাভ। এই গ্রামে বসবাসকারী কোনো বাসিন্দারই জন্ম নিজ গ্রামেই নয়। নিশ্চয় সবাই অবাক হবেন, এমন কথা শুনে অবাক হবারই কথা। কারণ ওই গ্রামে সন্তান জন্ম দেওয়ার কোনো অনুমতিই নেই।
জানা গেছে, মামফে ডাভ নামক গ্রামটিতে সন্তান জন্ম দেওয়াকে প্রথাবিরোধী ও সৃষ্টিকর্তার অসন্তুষ্টির কারণ বলে মনে করা হয়।
সম্প্রতি বিবিসি’র একটি প্রতিবেদনে এই গ্রামের কথা উঠে এসেছে। যাতে বলা বলেছে, গ্রামের এই নিয়ম ভাঙতে গিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত দু:সহ যন্ত্রণা সহ্যও করেছেন সন্তানসম্ভবা অনেক মা। এরপরও অনুমতি মেলেনি গর্ভের সন্তান প্রসবের জন্য।
শুধু এখানেই শেষ নয়, এখানে গর্ভবতী নারীদের কঠোর পরিশ্রমও করতে হয়, এক কথায় ছুটে চলতে হয় সব সময়। এমনকি তীব্র প্রসববেদনা নিয়েও কঠিন পথ পাড়ি দিতে হয় বলে বিবিসি’র ওই প্রতিবেদনে উঠে এসেছে।
তবে কঠোর এই নিয়মের বিরোধীতা করতে শুরু করেছেন এলাকার নারীরা। তাদের দাবি হলো, এখানেই তাদের সন্তান জন্মদানের অনুমতি দেওয়া হোক।
এই গ্রামের একজন নারী হানাহ কোসিনা বিবিসি’র প্রতিবেদককে বলেছেন, আমি ৯ মাসের গর্ভবতী। তবে এখানে সন্তান জন্ম দেওয়ার অনুমতি নেই। সন্তান প্রসব করতে আমাদেরকে অনেক দূরে কোথাও যেতে হবে!
হানাহ কোসিনা আরও বলেন, প্রথম সন্তান জন্ম দেওয়ার সময় আমাকে অনেক কষ্ট করতে হয়। অন্য গ্রামে যাওয়ার জন্য একটি গাড়ি পেতে আমাকে অনেক কষ্টও করতে হয়েছে। আমার দ্বিতীয় সন্তানটিও হয় অন্য আরেকটি গ্রামে গিয়ে। তবে এখন গ্রামের কাছাকাছি একটি ক্লিনিকও হয়েছে। আমার তৃতীয় সন্তান প্রসবের সময় আমি সেখানেই যাবো।
কোসিনা আরও বলেছেন, আমি গ্রামের মোড়লদের কাছে বলতে চাই, আপনারা এই পুরাতন নিয়ম বিলুপ্ত করুন। আমরা যেনো গ্রামেই আমাদের সন্তান জন্ম দিতে পারি।
ওই গ্রামের মোড়লদের একজন হলেন কওয়ামে সিদিতসে বেনুয়া। তিনি বলেছেন, আমাদের পূর্বপুরুষরা এখানে আসেন, তখন স্বর্গ হতে বাণী এসেছিল। এটি একটি পবিত্র ভূমি, তোমরা যদি এখানে বসবাস করতে চাও; তাহলে এখানে কিছু নিয়ম রয়েছে, এখানে কারও জন্ম হবে না। আবার কারও সৎকারও হবে না।
তিনি আরও বলেন যে, আপনি যদি অনুগত হন, তাহলে সবকিছু ঠিকভাবে চলবে। সে কারণে আমরা এখনও এখানে রয়েছি ভালোভাবে।
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, ওই অঞ্চলের অন্য সব গ্রামের এই রকম কঠিন নিয়ম বিলুপ্ত করা হয়েছে আরও অনেক আগেই। তবে মামফে ডাভ গ্রামে সেই নিয়ম এখনও রয়েছে। এটি এখনও উঠিয়ে নেওয়া হচ্ছে না। কারণ এখানকার মোড়লরা তা করতে চায় না। তারা তাদের পূর্বপুরুষদের মতোই গো ধরে থাকতে চান। তাই এখনও এই যুগে এসেও সেই আদি কালের নিয়ম মেনে চলতে হচ্ছে গ্রামবাসীদের। সত্যিই কী অদ্ভুত নিয়ম!
This post was last modified on মার্চ ১৮, ২০১৯ 3:43 pm
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবশেষে গত ৩১ বছর ধরে চলা ‘গোল্ডেন আউল’ বিতর্কের অবসান…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ২৯ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যদি আপনি হৃদরোগের থেকে দূরে থাকতে চান তাহলে ভরসা রাখতে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে রাজধানী ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে গতকাল…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাশ্রয়ী দামে শক্তিশালী ব্যাটারি, দ্রুত চার্জিং সুবিধা; সাথে দৃঢ়তা ও…