The Dhaka Times Desk ‘বিজ্ঞান ও প্রযুক্তি, অগ্রগতির মূল শক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়েই ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০১৯ উপলক্ষে রাজশাহীতে শুরু হয়েছে এক বিজ্ঞান মেলা। এতে ক্ষুদে বিজ্ঞানীদের তাদের নানা উদ্ভাবন উপস্থাপন করেছেন।
সোমবার সকালে রাজশাহী মডেল স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে ৩ দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান।
ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর-এর সহায়তায় রাজশাহী জেলা প্রশাসন এই মেলার আয়োজন করে। ৩ দিনব্যাপি এ মেলা চলবে ১৮ মার্চ হতে ২০ মার্চ পর্যন্ত। মেলায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নিয়ে তাদের নানা আবিষ্কৃর তুলে ধরেন। উদ্বোধন শেষে বিভাগীয় কমিশনারসহ অতিথিরা মেলার স্টলগুলোও ঘুরে দেখেন।
জেলা প্রশাসক এস এম আব্দুল কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠানে রাজশাহী কলেজের প্রফেসর হবিবুর রহমান, রাজশাহী মডেল স্কুল এন্ড কলেজের প্রফেসর মো. আকবর হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা রাখেন।
বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ে তুলতে বিজ্ঞান শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। তাই বিজ্ঞান শিক্ষাকে এগিয়ে নিতে নতুন নতুন চিন্তা চেতনার প্রসার ঘটাতে হবে। কোচিং নির্ভর না হয়ে মনোযোগের সঙ্গে নিয়মিত বিজ্ঞান চর্চার অভ্যাস গড়ে তুলতে হবে। তাহলেই ক্ষুদে বিজ্ঞানীরা নিজেকে যোগ্য নাগরিক হিসেব গড়ে তুলতে পারবে।
বিজ্ঞান সারা বিশ্বের কল্যাণের অগ্রদূত উল্লেখ করে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ২০৪১ খ্রিস্টাব্দের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তোলার যে স্বপ্ন দেখছেন তা বাস্তবায়ন করতে বেশি বেশি বিজ্ঞান চর্চা এবং প্রযুক্তির ওপর জোর দিতে হবে।
This post was last modified on মার্চ ১৯, ২০১৯ 11:57 am
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবশেষে গত ৩১ বছর ধরে চলা ‘গোল্ডেন আউল’ বিতর্কের অবসান…