The Dhaka Times Desk পাসপোর্ট তৈরিতে পুলিশ ভেরিফিকেশন ও সত্যায়িত প্রথা বিলুপ্ত করার সুপারিশ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাষ্ট্রপতিকে দেওয়া বার্ষিক প্রতিবেদনে দুদকের পক্ষ হতে এই বিষয়ে সুপারিশ করা হয়।
গত ১৩ মে বিকেলে বঙ্গভবনে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের নেতৃত্বে কমিশনের ৪ সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির কাছে এই প্রতিবেদনটি পেশ করেন।
প্রতিবেদনের ৮.৪ অনুচ্ছেদে উল্লেখ করা হয় যে, পাসপোর্ট যাচাই কার্যক্রমে পুলিশ কর্তৃক কথিত ঘুষ গ্রহণে সুযোগ থেকে যায়। সে কারণে পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে পুলিশকে একটি সময়সীমা বেঁধে দেওয়া যেতে পারে কিংবা এই পদ্ধতি বিলুপ্ত করা যেতে পারে।
সুপারিশ নামায় আরও বলা হয়:
১. গেজেটেড কর্মকর্তা কর্তৃক আবেদনপত্র ও ছবি সত্যায়ন করার প্রক্রিয়াটি বিলুপ্ত করা এবং পাসপোর্ট তৈরির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন প্রথা সময়াবদ্ধ বা বিলুপ্ত করা যেতে পারে।
২. পাসপোর্টের মেয়ার ১০ বছর করা।
৩. জাতীয় নিরাপত্তা এবং স্বচ্ছতা নিশ্চিতকরণের স্বার্থে ডিজিটাল পাসপোর্ট ব্যবস্থা প্রবর্তন করা যেতে পারে।