The Dhaka Times Desk আজকের যুগের নেকড়ের থেকে চেহারায় বেশ বড়। এক একটা দাঁত প্রায় ১৬ ইঞ্চির মতো লম্বা। প্রায় ৪০ হাজার বছর পূর্বে এই ধরনের অতিকায় নেকড়ে ঘুরে বেড়াতো রাশিয়ার বরফেমোড়া সাইবেরিয়া অঞ্চলে। তবে আশ্চর্যের বিষয় হলো ৪০ হাজার বছর পরেও নেকড়েটি যেনো জীবন্ত!
সাইবেরিয়ার ইয়াকুতিয়া প্রদেশের তাইরেখতিয়াখ নদীর কাছে সম্প্রতি এমনই এক নেকড়ের মাথা পাওয়া গেছে। যা দেখে একেবারে জীবন্ত মনে হচ্ছে!
প্রাণীবিজ্ঞানীরা জানিয়েছেন যে, বরফে চাপা পড়ে ছিল বলে নেকড়েটির মাথাটি এখনও অবিকৃত রয়েছে। লোম, দাঁত, জিভ, নেকড়ের শরীরের প্রায় সব অঙ্গ প্রত্যঙ্গই অক্ষত। যে কারণে নেকড়েমুণ্ড নিয়ে পরীক্ষানিরীক্ষা চালাতে কোনো রকম অসুবিধা হচ্ছে না গবেষকদের।
গবেষকরা জানিয়েছেন, প্লিইস্টোসিন যুগে এই ধরনের অতিকায় লোমশ প্রাণী দেখতে পাওয়া যেতো। তবে প্রাণীটি নেকড়ের কোন প্রজাতির তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এটি পুরুষ নেকড়ে না স্ত্রী নেকড়ে, তাও এখনও বলেননি বিজ্ঞানীরা।
ইয়াকুতিয়া অ্যাকাডেমি অফ সায়েন্সের ফনা ম্যামথ স্টাডিজের প্রধান আলবার্ট প্রোটোপোপোভ জানিয়েছেন যে, এই ধরনের জীবাশ্ম পূর্বে কখনও দেখা যায়নি। পূর্বে যেসব জীবাশ্ম পাওয়া গিয়েছিল, সেগুলো ছিলো মূলত নেকড়েশাবকদের। পূর্ণবয়স্ক নেকড়ের দেহের অংশ এই প্রথমবারের মতো পাওয়া গেলো।
প্রোটোপোপোভ আরও নিয়েছেন যে, মাথাটি নিয়ে রাশিয়া, সুইডেন এবং জাপানের বিজ্ঞানীরা একসঙ্গে গবেষণার কাজ করছেন। অবশ্য ‘গেম অফ থ্রোনস’ টিভি সিরিজের কল্যাণে এই ধরনের নেকড়ের সঙ্গে অনেক আগেই পরিচিত হওয়া গেছে।
This post was last modified on জুন ১৭, ২০১৯ 9:47 am
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইসরায়েলের দখলকৃত ভূখণ্ডে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইয়েমেনি সশস্ত্র বাহিনী।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তথ্যপ্রযুক্তি খাতে নেটওয়ার্কিং বৃদ্ধিতে এই খাত সংশ্লিষ্ট সকলকে নিয়ে বাংলাদেশ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মেয়েকে দেখাশোনা করার জন্যই বহাল আয়ার সঙ্গে ছদ্ম প্রেমের সম্পর্ক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ২৪ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ১০ চৈত্র ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্পর্কের ভিত মজবুত হয় কীসে? এই প্রশ্নের কোনও নির্দিষ্ট উত্তর…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তথ্য যাচাই প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনতে চলেছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট…