The Dhaka Times
With the commitment to keep the young generation ahead, Bangladesh's largest social magazine.

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

While farming, he got 60 million rupees worth of diamonds!

বিস্ময়কর এই ঘটনাটি ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশের কুরনুল জেলার গোলাভানেপল্লী গ্রামে

The Dhaka Times Desk একজন সাধারণ কৃষক। হালচাষ করেন। কোনো মতে কাটে তার জীবন ও জীবিকা। এভাবেই চলছিল। অঠাৎ একদিন চাষ করতে গিয়ে পেয়ে গেলেন ৬০ লাখ টাকার হিরা!

চাষ করতে গিয়ে পেলেন ৬০ লাখ টাকার হিরা! 1

একজন কৃষক প্রতিদিনের মতোই জমিতে চাষ করছিলেন। হঠাৎ করেই একটি স্বচ্ছ নুড়ি পাথর দেখে সন্দেহ হলো তার। তারপর ওই পাথরটি নিয়ে সরাসরি স্বর্ণালংকারের দোকানে ছুটে গেলেন তিনি। তবে পাথরটি পরীক্ষা করেই দোকানদার জানালেন, এই স্বচ্ছ পাথরটি আসলে একটি হিরা। যার বাজার মূল্য অন্তত ৬০ লাখ টাকা হবে!

বিস্ময়কর এই ঘটনাটি ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশের কুরনুল জেলার গোলাভানেপল্লী গ্রামে। ইতিমধ্যেই ওই কৃষকের কাছ থেকে সাড়ে ১৩ লাখ টাকা ও ৫ তোলা সোনার বিনিময়ে হিরাটি কিনে নিয়েছেন স্থানীয় জনৈক হিরা ব্যবসায়ী আল্লাহ বক্স।

ভারতীয় গণমাধ্যম জিনিউজের এক প্রতিবেদনে বলা হয়, জমিতে চাষের সময় ৬০ লাখ টাকা মূল্যের হিরা কুড়িয়ে পেয়েছেন এক কৃষক। হিরা ব্যবসায়ী জানিয়েছেন, ওই হিরা কেটে পালিশ করার পর তার দাম প্রায় ৬০ লাখ টাকা পর্যন্ত হতে পারে। অভিজ্ঞ কারিগর দিয়ে পালিশ করালেই মিলবে হিরার আসল মূল্য। তবে হিরাটির আকার, রং ও অন্যান্য তথ্য এখনও খোলসা করেননি ওই হিরা ব্যবসায়ী।

অন্ধ্রপ্রদেশের ওই এলাকায় হিরা খুঁজে পাওয়ার ঘটনা এবারই নতুন নয়। ইতিপূর্বেও কুরনুল জেলা ও তার আশেপাশের চাষের ক্ষেত এবং নদীর পাড় থেকে হিরা খুঁজে পেয়েছেন অনেকেই। প্রতি বছর বর্ষার সময় এলে তুঙ্গভদ্রা এবং হুন্ডরী নদীর আশেপাশে তাঁবু করে থাকতে শুরু করেন অনেকেই। তাদের লক্ষ্য একটাই, বর্ষায় ধুয়ে আসা কাদা-বালির মধ্যে হিরার খোঁজ করা। তবে কেও কেও মাঝে- মধ্যেই সফলও হন বলে সংবাদ মাধ্যমের খবরে উল্লেখ করা হয়েছে।

Loading...
sex không che
mms desi
wwwxxx
en_USEnglish