The Dhaka Times Desk রাজধানীর উত্তরায় প্রাইম ব্যাংকে নিজের ডেস্কেই কর্মরত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক মহিলা কর্মকর্তা। সোমবার বেলা সাড়ে ১২টার সময় প্রাইম ব্যাংকের উত্তরার জসীমউদ্দীন রোড শাখায় এই ঘটনাটি ঘটে।
ওই ব্যাংক কর্মকর্তার মৃত্যুর সিসি টিভি ফুটেজটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ওই মহিলা ব্যাংক কর্মকর্তার নাম গহর জাহান। তিনি এই ব্যাংকটিতে সিনিয়র এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
ভিডিওতে দেখা যায়, গহর জাহানের ডেস্কে একজন নারী গ্রাহক এলেন। তার কাছ থেকে একটি কাগজ নিয়ে দেখছিলেন তিনি। তারপর হঠাৎ তিনি মাথায় হাত দেন এবং অসুস্থ্যতার মতো মনে হয়। এর কিছুক্ষণ পর তিনি একবার পানি খান। তারপর দ্বিতীয় বার পানি খেতে গিয়ে ঢলে পড়েন। তারপর তার সামনের মহিলা গ্রাহকটি এগিয়ে আসেন। তখন এগিয়ে আসেন ব্যাংকের অন্যান্য মহিলা ও পুরুষ কর্মকর্তারা। তাকে ধরে চেয়ারে বসানোর চেষ্টা করতে থাকেন সহকর্মীরা। তখন তিনি নিচে পড়ে যান। তাকে টেবিলটি সরিয়ে নিচে সরিয়ে দিয়ে মাথায় পানি দেওয়া ও শুশ্রুতা করার চেষ্টা করা হয়। পরে অবস্থা খারাপ দেখে তাকে সহকর্মীরা হাসপাতালের নিয়ে যান। তখন চিকিৎসকরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটেছে।
জানা গেছে, গহর জাহানের গ্রামের বাড়ি রাজশাহী শহরের মহিষবাথানে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদ বিজ্ঞানে লেখাপড়া করে ২০০১ সালে প্রাইম ব্যাংকে চাকরিতে যোগ দেন গহর জাহান।
This post was last modified on আগস্ট ২৮, ২০১৯ 2:00 pm
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউডের দুই অভিনেত্রী কাজল-টুইঙ্কেলের ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গত কয়েক দিন ধরে, নিউ সাউথ ওয়েলস (অস্ট্রেলিয়া) এবং দ্বীপ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চীনা বিজ্ঞানীরা দাবি করেছেন, তারা এমন একটি কৃত্রিম চিপ উদ্ভাবন…