The Dhaka Times Desk শুভ সকাল। মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০ খৃস্টাব্দ, ১৪ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ, ২ জমাদিউস সানি ১৪৪১ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
চীনের জিওঝাইগু উপত্যকা যেনো এক যাদুকরি প্রাকৃতিক স্থান। মন ভোলানো এমন দৃশ্য যে কাওকেই মোহিত করবে তাতে কোনো সন্দেহ নেই।
এই উপত্যকাটি চীনের সিচুয়ান প্রদেশে অবস্থিত। ৭,২০০ হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত এই উপত্যকাটি। ভ্যালির চারপাশের প্রাকৃতিক দৃশ্য যেনো এক দুর্দান্ত মাস্টারপিস, যেখানে রয়েছে নীল হ্রদ, জলপ্রপাত, চিরহরিৎ বনাঞ্চল, তুষারাচ্ছাদিত পাহাড় ও তিব্বত এবং কিয়াং জনগণের বহু বছরের লালিত সাংস্কৃতিক ঐতিহ্য।
কিংবদন্তী রয়েছে য়ে, ড্যাগো নামে একটি পর্বতের দেবতা দীর্ঘদিন পূর্বে রূপের দেবী সেমোর প্রেমে পড়েন। ড্যাগো দেবী সেমোকে বায়ু এবং মেঘের দ্বার তৈরি করে এক আয়না উপহার দেন। দেবী সেমো কখনই পর্বতের দেবতা ড্যাগোকে পছন্দই করতেন না। তাই ড্যাগোর উপহার দেওয়া আয়নাটি নাটিক ১০৮ টুকরোয় ভেঙে ফেলেন সেমো।
এই ভেঙে পড়া আয়নার ১০৮টি রঙিন টুকরো পৃথিবীতে পড়ে তৈরি হয় ১০৮টি রঙিন হ্রদ। স্থানীয়রা একে ‘হাইজি’ বলে অভিহিত করে থাকেন। এই উপত্যকার অন্যতম দর্শনীয় স্থান হলো ‘ফাইভ ফ্লাওয়ার লেক’।
উপত্যকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রাকৃতিক বনগুলোতে যেনো আশ্রয় নিয়েছে অনেক বিরল প্রজাতির পশুপাখি। এই উপত্যকাটি বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ইতিমধ্যেই স্বীকৃতিও পেয়েছে।
Source: http://nagarnews24.com