Categories: Picturesque

The husband did not brush his teeth, so the wife asked for a divorce!

The Dhaka Times Desk ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনের এক তথ্যে জানা গেছে, ভুক্তভোগী ওই নারীর নাম সোনি দেবী (২০)। বিহারের বৈশালী জেলার নয়াগ্রামে বসবাস করেন স্বামী মণীশ রামের সঙ্গে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনের এক তথ্যে জানা গেছে, ভুক্তভোগী ওই নারীর নাম সোনি দেবী (২০)। বিহারের বৈশালী জেলার নয়াগ্রামে বসবাস করেন স্বামী মণীশ রামের সঙ্গে।

মনের মিলের দিক দিয়ে এই দম্পতির কোনো কমতি নেই। তাদের সম্পর্কের অবনতি হওয়ার একটাই কারণ- আর তা হলো অপরিচ্ছন্নতা। মণীশ বরাবরই খুবই অপরিচ্ছন্ন একজন ব্যক্তি। শীত-গ্রীষ্ম-বর্ষা কোনো ঋতুতেই গোসল করেন না তিনি। সকালে উঠে দাঁত মাজতেও অনীহা রয়েছে তার।

এখন সোনী দেবী বলেছেন যে, এভাবে অনেক দিন ধরে চলেছে তবে আর নয়। এই অপরিচ্ছন্ন ব্যক্তির সঙ্গে একই বিছানায় আর থাকতে চান না তিনি। আমি এখন বিচ্ছেদ চাই। ২০১৭ সালে মণীশ রামের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সোনী দেবী। তখনই বুঝতে শুরু করেন যে, তার স্বামী অন্যদের থেকে একদমই আলাদা-অপরিচ্ছন্ন একজন মানুষ।

সোনী দেবীর অভিযোগ হলো, শুরুতে শাশুড়ির ভয়ে মাঝে মধ্যে গোসল করতেন। সকালে দাঁতও মাজতেন মাঝে মধ্যে। তবে শাশুড়ি মারা যাওয়ার পর হতে নিজের ব্যাপারে সে একেবারই গা ছাড়া দিয়েছেন। টানা ৮ হতে ১০ দিন গোসল করতেন না মণীশ। দাঁত মাজা একেবারেই ছেড়ে দিয়েছিলেন তিনি।

কোনো উপায় না দেখে শেষ পর্যন্ত বাধ্য হয়েই বিবাহ বিচ্ছেদের মামলা করেন সোনি দেবী। মামলায় তিনি উল্লেখ করেছেন যে, এক কথায় ও আমার জীবন দুর্বিষহ করে দিয়েছে। তাই এবার আমাকে মুক্তি দিন।

সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, সোনী দেবী প্রথমে মামলা করেন মহিলা কমিশনে। তবে এখনই হচ্ছে না এই বিবাহ বিচ্ছেদ। মহিলা কমিশন সোনিকে এখনই বিবাহ বিচ্ছেদ না করার পরামর্শ দিয়েছেন। তারা আরও দুমাস দুজনকে একসঙ্গে থাকার পরমার্শও দিয়েছেন। পাশাপাশি মণীশকেও নিয়মিত গোসল এবং ব্রাশ করার পরামর্শ দেওয়া হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার পক্ষ হতে মণীশের সঙ্গেও যোগাযোগ করা হয়। তিনি সংবাদমাধ্যমকে বলেছেন যে, আমি তার সঙ্গেই থাকতে চাই। একই সঙ্গে, নিজের জীবনাভ্যাসে পরিবর্তন আনবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন মণীশ।

This post was last modified on জানুয়ারি ২৮, ২০২০ 11:55 am

Staff reporter

Recent Posts

পুষ্টিবিদরা যা বলেন: সুজি খাওয়া উপকারী নাকি ক্ষতিকর?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…

% days ago

বাংলা এবং হিন্দিতে ‘দরদ’-এর ট্রেলার ও গান প্রকাশ [ট্রেলার]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…

% days ago

মুরগির লেগপিস প্রতিদিন খাওয়া কী ভালো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…

% days ago

উপদেষ্টা নাহিদকে নিয়ে নানা অপপ্রচার: সাবধান করেছেন সমন্বয়ক মাসউদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…

% days ago

ইলন মাস্ককে এক লাখ সরকারি চাকরি বাতিলের দায়িত্ব দিলেন ডোনাল্ড ট্রাম্প

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেন…

% days ago

গোল্ডেন আউল: ৩১ বছর ধরে চলা গুপ্তধন অধ্যায়ের সমাপ্তি ঘটলো

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবশেষে গত ৩১ বছর ধরে চলা ‘গোল্ডেন আউল’ বিতর্কের অবসান…

% days ago