The Dhaka Times Desk চীনে করোনা ভাইরাস ছড়িয়ে পরায় গত সপ্তাহে অ্যাপেলের ৩টি স্টোর বন্ধ করে দেওয়া হয়। তাই গত শুক্রবার থেকে উহান ও চীনের অন্যান্য শহরে যেখানে নিজেদের কর্মীরা রয়েছে তাদের মধ্যে এবার কেয়ার কিট সরবরাহ করছে অ্যাপল।
চীনে করোনা ভাইরাস ছড়িয়ে পরায় গত সপ্তাহে অ্যাপেলের ৩টি স্টোর বন্ধ করে দেওয়া হয়। তাই গত শুক্রবার থেকে উহান ও চীনের অন্যান্য শহরে যেখানে নিজেদের কর্মীরা রয়েছে তাদের মধ্যে এবার কেয়ার কিট সরবরাহ করছে অ্যাপল।
অ্যাপেল এক বিবৃতিতে জানিয়েছে, ফেব্রুয়ারি ৯ তারিখ পর্যন্ত চীনে অ্যাপেলের সকল অফিস বন্ধ থাকবে। তবে যতো দ্রুত সম্ভব তারা আবারও সকল কার্যক্রম চালু করবে।
সেই সঙ্গে চীন ভ্রমণের ক্ষেত্রেও সতর্কতা জারি করেছে প্রতিষ্ঠানটি। তবে এবার সমস্ত প্রতিষ্ঠানের বন্ধের ঘোষণা দিয়েছে এই বিশ্বখ্যাত প্রতিষ্ঠানটি।
অ্যাপল জানিয়েছে যে, চীনে তাদের ভোক্তা সংখ্যা ইতিমধ্যেই কমে গেছে। লোকজন বর্তমানে বাড়ির বাইরেই বের হচ্ছে না। এছাড়াও কর্মীদের এই ভাইরাসে আক্রান্তের সম্ভাবনা থাকায় তারা স্টোর বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ব্যবসায়িক ক্ষেত্রে এমনকি ভ্রমণের ক্ষেত্রেও সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।
This post was last modified on ফেব্রুয়ারি ২, ২০২০ 12:53 pm
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পুষ্টিবিদরা বলেন, খালি পেটে পেঁপে খাওয়া মোটেও ভালো নয়। এতে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৫ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের পানির নিচে থাকা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নতুন বছরের শুরুতেই সিনেমাপ্রেমীরা হিসাব কষতে বসেন, নতুন বছরে প্রিয়…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বরফের হ্রদে আটকে পড়ে অজানা কারণে কিংবা ভয় পেয়ে কুকুরটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ৪ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২০ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণ শরীরে ভিটামিনের ঘাটতি হলে ক্লান্তি, দুর্বলতা, মাথা ঘোরা, অস্থিরতার…