The Dhaka Times Desk. ভারতে স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের কয়েকটি স্মার্টফোন ও ট্যাবলেটে এখন থেকে বাংলা ভাষা ব্যবহার করা যাবে।
খবরে বলা হয়েছে বাংলার পাশাপাশি হিন্দি, পাঞ্জাবি, তামিল, গুজরাটি, মারাঠি, তেলেগু, কানাড়া ও মালয়ালাম ভাষা ব্যবহারেরও সুযোগ থাকছে। স্যামসাং মোবাইলের ভারতীয় আবাসিক প্রধান বিনিত তানিজা এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ইংরেজি না জানা ব্যবহারকারীদের জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ‘গ্যালাক্সি এসফোর’, ‘গ্যালাক্সি গ্র্যান্ড’ ও ‘গ্যালাক্সি ট্যাব থ্রি’-তে এ সুবিধা পাওয়া যাবে। এ ক্ষেত্রে স্যামসাংকে কারিগরি সহায়তা দিচ্ছে বেঙ্গালুরুর প্রযুক্তিপ্রতিষ্ঠান রিভেরি ল্যাংগুয়েজ টেকনোলজিস। জানা গেছে, স্যামসাং অ্যাপ স্টোরে অ্যাপ্লিকেশন বা গেইম সার্চ করতেও এসব ভাষা ব্যবহার করা যাবে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া