The Dhaka Times Desk পাকিস্তানে একটি গির্জায় আত্মঘাতী জোড়া বোমা বিস্ফোরণে নারী শিশুসহ কমপক্ষে ৬১ জন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হয়েছে।
গতকাল রোববার পেশোয়ারের কিসা খায়ানি বাজারে অবস্থিত ওই গির্জায় সাপ্তাহিক প্রার্থণার সময় এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলে ৫৬ জন পরে আরও ৫ জন মোট ৬১ জন এই ঘটনায় নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় শতাধিক। আহতদের মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে সংবাদ মাধ্যম জানিয়েছে।
সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ঘটনার সময় গির্জাটির ভেতরে নারী ও শিশুসহ অন্তত ৬০০ মানুষ ছিল। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই কাপুরুষোচিত বোমা হামলার ঘটনায় তিব্র নিন্দা ও নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তিনি বলেছেন, ‘সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই এবং নিরপরাধ মানুষকে লক্ষ্য বানানো ইসলামের চেতনার পরিপন্থি।’ এদিকে এই হামলার দায় স্বীকার করেনি কোন সংগঠন।
পাকিস্তানের গির্জায় বোমা হামলায় বিশ্বের বিভিন্ন দেশ নিন্দা জানিয়েছে।