The Dhaka Times Desk গোল না পেলেও মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে এই মৌসুমে আর্সেনালের প্রতিটা জয়ের মধ্যমণিই ছিলেন মেসুত ওজিল। গোল বানিয়ে দেয়া থেকে শুরু করে, মধ্যমাঠে আর্সেনালকে বল দখলের লড়াইয়েও এগিয়ে রাখছিলেন তিনিই। সেই মেসুত ওজিল গতকাল আর্সেনালের হয়ে প্রথম গোলটি করে বসেন, সাথে তার নিয়মিত যে দায়িত্ব আরও একটি গোল বানিয়ে দিয়ে আর্সেনালকে এনে দেন ২-০ গোলের নান্দনিক জয়।
রিয়াল ছেড়ে চলে আসার পর একগাদা ভিত্তিহীন অভিযোগ শুনতে হয়েছে ওজিলকে। কিন্তু তাতে গা না দিয়ে নিজের খেলার প্রতি পূর্ণ মনোযোগ ধরে রেখেছেন ওজিল। আর রিয়ালে ভালো খেললেও এক রোনালদোর আড়ালে চাপা পরে যেতো ওজিলের কীর্তি। কিন্তু আর্সেনালে এসে প্রতি ম্যাচেই নিজের জাত চিনিয়ে দিচ্ছেন তিনি। ধীরে ধীরে দলের প্রাণভোমরায় পরিণত হচ্ছেন ওজিল। তাকে পেয়ে কোচ আর্সেন ওয়েঙ্গার থেকে শুরু করে দলের খেলোয়াড় সবাই খুশি, আর সবার আস্থার প্রতিদানও তিনি দিয়ে যাচ্ছেন।
গতকাল চ্যাম্পিয়ন্স লীগের খেলায় নাপোলির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে মাত্র আট মিনিটেই গোল করে আর্সেনালকে এগিয়ে দেন ওজিল। এর সাত মিনিট পরেই আবার দৃশ্যপটে আবির্ভূত হন ওজিল, তবে এবার সেই চিরাচরি অ্যাসিস্ট হিসেবে। মাঝমাঠ থেকে বল নিয়ে উঠে এসে গোলপোষ্টের ডান পাশে দাঁড়িয়ে থাকা অলিভিয়ার জেরার্ডকে বল পাঠিয়ে দেন। জেরার্ড নিপুণ দক্ষতায় প্রতিপক্ষের ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে বল পাঠিয়ে দেন জালে। এরপর প্রথমার্ধ-দ্বিতীয়ার্ধ মিলিয়ে বেশ কয়েকবার আক্রমণ করেও কোন দলই গোল পায়নি। তবে ওজিল ম্যাজিক দেখার সুযোগ হয়েছে কয়েকবারই, কিন্তু ভালো একজন ফিনিশারের অভাবে ওজিলে চেষ্টাগুলো গোলে পরিণত করা যায়নি। এই ব্যাপারটি আর্সেনাল যতো তাড়াতাড়ি সমাধান করতে পারবে ততই মঙ্গল হবে।
তবে আপাতত ওজিল বন্দনায় মেতে উঠেছেন কোচ আর্সেন ওয়েঙ্গার। তিনি ওজিলকে নিয়ে সংবাদ সম্মেলনে বলেন, “মাঠে সবই ছিলো, আপনারা নিজেরাই দেখেছেন ছেলেটার ফুটবল প্রতিভাগুলো, তার পায়ে বল আসা মানেই কিছু অসাধারণ দৃশ্য আপনি দেখতে যাচ্ছেন। মধ্যমাঠের খেলোয়াড় হলেও গোলের দেখা পাওয়া ওজিলের জন্য খুবই ভালো হয়েছে। গোল একজন ফুটবলারের চেষ্টাকে সার্থক করে তোলে, মানসিক পরিতৃপ্তি এনে দেয়। আমার ধারণা ওজিল আজ সবই পেয়েছে। শিরোপা দেখার স্বপ্ন আমাদের আস্তে আস্তে প্রবল হচ্ছে।”
This post was last modified on অক্টোবর ২, ২০১৩ 10:59 am
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ এক দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানলে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঘটনাটি ভারতের। সেখানকার কুচামন পুরসভার বিরোধী নেতা অনিল সিংহ মেদতিয়া।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ৮ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৪ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণ ঘুমনোর সময় ত্বক ‘হিল’ হয়। তাই রাতের স্কিন কেয়ারের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ের লেজেন্ডারি ক্রিকেটার তামিম ইকবাল, বাংলাদেশের নাম্বার ওয়ান মোবাইল…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যাদের শীত বেশি অর্থাৎ যারা শীতে একটুতেই কাতর হয়ে পড়েন…