The Dhaka Times Desk বিশ্বের শীর্ষ ধনীদের এক জন মাইক্রোসফট কর্পোরেশনের প্রতিষ্ঠাতা এবং বর্তমান চেয়ারম্যান বিল গেটসকে তারই প্রতিষ্ঠানের প্রধানের পদ থেকে সরে যেতে আহ্বান জানিয়েছেন মাইক্রোসফটের অন্য তিন শীর্ষ বিনিয়োগকারী।
বিল গেটস তথ্য প্রযুক্তি বিশ্বে সব চেয়ে সম্মানিত এবং বিশ্বের ধনী ব্যাক্তিদের একজন। মূলত বিল গেটসের হাত ধরেই আজকের মাইক্রোসফট নামের এত বড় সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান দাঁড়িয়েছে। বিগত ৩৮ বছর ধরে বিল গেটস অক্লান্ত পরিশ্রম করে তিলে তিলে এই প্রতিষ্ঠান গড়ে তুলেছেন।
তবে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী এবং শীর্ষস্থানীয় এই প্রতিষ্ঠানের মালিকদের মাঝে এবার শুরু হয়েছে গ্রুপিং এবং অন্ত:কলহ! এরই মাঝে মাইক্রোসফটের শীর্ষস্থানীয় তিন বিনিয়োগকারী সরাসরি জানিয়ে দিয়েছেন, বিল গেটস মাইক্রোসফটের ভবিষ্যৎ কর্ম পন্থা এবং একে আধুনিক অবস্থানে নিয়ে যাওয়ার পেছনে সব চেয়ে বড় বাঁধা!
তবে এখন বিষয়টি নানান আন্তর্জাতিক মিডিয়াতে এলেও মাইক্রোসফট থেকে এই বিষয়ে কোন কিছুর ব্যাখ্যা করা হয়নি। এদিকে নানান মিডিয়া থেকে মাইক্রোসফটের বিভিন্ন সারির কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেও এই বিষয়ে কোন মন্তব্য পাওয়া যায়নি।
কোম্পানির প্রতিষ্ঠাতা বিল গেটসকে সরাতে চাওয়া ঐ তিন অংশীদারের মতে বিল গেটস এখন আর কোম্পানির জন্য সঠিক সিদ্ধান্ত নেয়ার অবস্থায় নেই, তাঁর আগের দিন ফুরিয়েছে। এছাড়া বিল গেটস মাইক্রোসফটে পর্যাপ্ত সময়ও দিচ্ছেন না, কারণ তিনি তাঁর বেশীরভাগ সময় ব্যয় করছেন বিল এন্ড মেরিন্ডা গেটস ফাউন্ডেশানের জন্য। ফলে মাইক্রোসফট কোম্পানি আশানুরূপ উন্নতি করতে পারছে না; একই সাথে কোম্পানির ভবিষ্যৎ কর্ম পন্থা এবং আধুনিয়াকায়নে বিল গেটস সব চেয়ে বড় বাঁধা।
বিল গেটস বর্তমানে মাইক্রোসফটের একক ভাবে সবচেয়ে বেশী সংখ্যক শেয়ারের মালিক। বিল গেটসের মাইক্রোসফটে শেয়ারের পরিমাণ ৪.৫ শতাংশ, অপর দিকে ঐ বিদ্রোহী তিন অংশীদারের একসাথে শেয়ারের পরিমাণ ৫ শতাংশ।
এদিকে যদিও ৩ অংশীদার কোম্পানির প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যানকে সরাতে চান, তবুও মাইক্রোসফটের গভর্নিং বডি এই বিষয়ে তেমন গুরুত্ব দিচ্ছে না বলেই জানা যায়। এছাড়া মাইক্রোসফট বিষয়টিকে কোম্পানির আভ্যন্তরীণ বিষয় বলে এটি নিয়ে বাইরে অধিক আলোচনা পর্যালোচনা হোক, তাও চাচ্ছে না।
Source: The Verge