Categories: the knowledge

Some unknown facts about 15 known animals in the zoological garden

The Dhaka Times Desk আমাদের চার পাশে রয়েছে অসংখ্য প্রাণী আর এদের সাধারণ স্বভাবের পাশাপাশি রয়েছে অনেক অজানা স্বভাব, যা অনেকেই জানেনা আজ আপনাদের আমরা বন্য প্রাণীদের এমন ১৫টি অজানা স্বভাবের কথাই জানাব।


1. বিশ্বাস করুন আর নাই করুণ, উট পাখি যখন দৌড়ায় তখন এরা ঘোড়ার থেকেও বেশী গতিতে দৌড়াতে পারে। আবার পুরুষ উট পাখিরা সিংহের মতোই গর্জন করতে পারে। উট পাখিদের একটা বোকা স্বভাব হচ্ছে এরা বিপদ দেখলে নিজের মাথা বালিতে লুকিয়ে রাখে এবং ভাবে সে যেহেতু দেখছেনা সুতরাং তাকেও কেউ দেখছেনা।

2. মাছিরা খুব কম সময় বাঁচে। এদের জীবন কাল মাত্র ১৪ দিন এবং পুরুষ মাছিরা তাদের স্বল্প জীবনের বেশীরভাগ সময় ব্যয় করে নারী মাছিদের মনোরঞ্জন করতে গুন গুন গান গেয়ে।
3. আপনি কি জানেন স্তন্য পায়ী প্রাণীদের মাঝে বাদুর একমাত্র যারা উড়তে জানে।
4. অস্ট্রেলিয়ার জাতীয় পশু ক্যাঙ্গারু, অনেকেই ক্যাঙ্গারুর লেজ দেখেছেন কিন্তু আপনি কি জানেন? ক্যাঙ্গারু তার লেজ কেবল দৌড়ানোর সময় ব্যাল্যান্স রক্ষায় ব্যবহার করে। এছাড়া ক্যাঙ্গারুরা একে অপরের সাথে যুদ্ধ করার সময় লেজের উপর ভর দিয়ে দুই পায়ে কিক দেয় যা এতোটাই শক্তিশালী যে একজন মানুষের মাথার খুলী গুঁড়িয়ে দিতে সক্ষম।
5. মাকড়সা আমরা খুব কম দেখলেও আপনি কি জানেন ঘন সবুজ অঞ্চলে প্রতি একরে প্রায় ৫০,০০০ মাকড়সা বসবাস করে।
6. বাঘ তো আমরা সবাই চিনি, বাংলাদেশের সুন্দরবন বাঘের রাজা রয়েল বেঙ্গল টাইগারের জন্য প্রসিদ্ধ তবে মাদের দৃষ্টিতে সব বাঘ একই রকম দেখতে হলেও বাঘেদের একই ডোরাকাটা দাগের মাঝেই এক এক বাঘের ভিন্নতা রয়েছে অনেকটা আমাদের ফিঙ্গার প্রিন্টার মতোই।
7. কুমির একটি ভয়ংকর প্রাণী, তবে কুমিরের অজানা রহস্য হচ্ছে এর চোখে। আপনি যদি আপনার বৃদ্ধা আঙুল কোন কুমিরের চোখে প্রবেশ করান তবে কোন সমস্যা ছারাই এটি ভেতরে ঢুকে যাবে কারণ এটি কুমিরের চোখের বৈচিত্র্য।
8. বিড়ালের প্রতি কানে রয়েছে ৩২টি মাংস পেশী। এর শ্রবণ ক্ষমতা খুবই প্রবল।
9. প্রতিটি মানুষের বিপরীতে পৃথিবীতে রয়েছে এক মিলিয়ন পিপীলিকা। এরা কখনোই ঘুমায়না এবং এদের ফুসফুস নেই।
10. আপনি কি জানেন ঝিনুক এমন একটি প্রাণী যা নিজের প্রয়োজনে সুবিধা মত লিঙ্গ পরিবর্তন করতে পারে।
11. আপনি কি জানেন একটি প্রজাপতির দুই চোখে কতটি লেন্স রয়েছে? এক হাজারেরও বেশী। তবে এতো বিপুল সংখ্যক লেন্স থাকার পরও প্রজাপতি লাল, সবুজ এবং হলুদ রং দেখে বেশী।
12. শামুক এমন একটি প্রাণী যার চোখ নষ্ট হয়ে গেলে আবার নতুন চোখ গজায়!
13. আপনি চাইলেই বুঝতে পারবেন কচ্ছপের লিঙ্গ কি? হ্যাঁ কচ্ছপ তাদের আওয়াজের মধ্য দিয়েই জানান দেয় সে পুরুষ নাকি নারী।
14. জিরাফ এমন একটি প্রাণী যার গলায় ভোকাল কড নেই এবং জিরাফের জিব্বা স্থন্য পায়ী প্রানিদের মাঝে সবচেয়ে বড় এবং এটি নীলাভ কালো রঙের।
15. কুকুর এমন একটি প্রাণী যার নাকের প্রিন্ট কেবল মাত্র ইউনিক। এটি দিয়ে এক কুকুর থেকে অন্য কুকুর কে আলাদা করা যায়।

Thank you: List25

Related Posts

This post was last modified on অক্টোবর ২৪, ২০১৩ 12:24 pm

Zia

"Great as father's money, poor as my own money. Ultimate I consider myself poor. Because of father's money, Futani Marina."

Recent Posts

Crime GPT will help the police!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের চারপাশে প্রতিদিন নানা অপরাধ সংঘটিত হচ্ছে। এইসব অপরাধের দ্রুত…

% days ago

Legendary singer Runa Laila's new song 'Eina Brdhaashram' is coming on Mother's Day.

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার আল আমিন সবুজের কথায় গাইলেন রুনা লায়লা ও ওয়াসী।…

% days ago

According to an American actor, Putin is the greatest leader in the world!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পঞ্চমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে অভিষেক ঘটলো ভ্লাদিমির পুতিনের। তার…

% days ago

A coconut garland is cut unevenly between this row of coconuts: Find

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নারকেলের এই সারির মধ্যে একটি নারকেল মালা কাটা হয়েছে অসমানভাবে।…

% days ago

Historic Jahaniya Mosque in India

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১০ মে ২০২৪ খৃস্টাব্দ, ২৭ বৈশাখ ১৪৩১…

% days ago

Trying to stay lean without eating dinner: Is it really good for the body?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকেই চিকন হওয়ার জন্য রাতের খাবার না খেয়ে থাকেন। কিন্তু…

% days ago