Categories: sport

[Interview] Sohag Gazi wants to go to the end of success in cricket!

The Dhaka Times Desk Sohag Gazi has become the sole owner of an extraordinary record in Test cricket. It took some time for the entire cricketing world to understand the depth of the matter. In the history of 136 years of Test, this is the first time that a century + hat-trick + five wickets were taken in the same match by Shat Rathi Maharathi!


155653155653

The funny thing is, even though this incident happened a week ago, Sohag Gazi has no childish joy about it! Like a consummate professional cricketer, he has taken it for granted and is planning how to take his performance even higher in the days ahead.

সাক্ষাৎকারে উঠে এসেছে গাজীর একান্তই নিজস্ব কিছু অনুভূতি এবং অভিজ্ঞতা যার ফলেই আজকে তিনি এরকম পেশাদার আচরণ করতে পারেন! গাজী বলেন, “আমার কিশোর বয়সে আমি সংগ্রাম করে বড় হয়েছি, আমার পাশে এসে দাঁড়ানোর কেউ ছিলো না। তবে আমার আগ্রহ এবং খেলাটার প্রতি একাগ্রতা দেখে বয়স ভিত্তিক খেলায় আমাকে কেউ একজন সুযোগ দিয়েছিলো, এছাড়া আমার পুরো বংশের কেউ কোনোদিন ক্রিকেট খেলেনি। আমি সবসময়ই মনে করতাম আমি একা, আমাকে একাই লড়াই চালাতে হবে, সুতরাং একা লড়াই চালাতে হলে আলাদা অন্যরকম কিছু করে দেখাতেই হবে!”

“অফস্পিনার ক্রিকেটারের কোনো ভবিষ্যৎ নেই একথাটা আমাকে প্রায়ই শুনতে হতো, এবং অফস্পিন বোলিং করে আসলে দলের উপকারে আসা যায়না এমনটিও শুনতে হয়েছে আমাকে। কাজেই প্রতিক্ষেত্রে নিজেকে প্রমাণ করাটা ছিলো আমার জন্য আবশ্যক। আজকের এই জাতীয় দলে এসে খেলার পেছনে যে অফস্পিন বোলিং নিয়ে যে পরিশ্রম আমি করেছি সেটা নিয়ে এখন গর্বই হয় আমার!”

সোহাগ গাজী তাঁর প্রথম শ্রেনীর ক্রিকেটের অভিষেক দিনের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, “তীব্র আকাংখা থেকেই প্রথম ম্যাচেই পাঁচ উইকেট পেয়ে নিজেকে প্রমাণ করেছি, নইলে হয়তো পরের ম্যাচেই বাদ পরে যেতাম! আমি যেখান থেকে খেলাতা শিখে এসেছি সেখান থেকে হঠাৎ করেই প্রথম শ্রেণীর ম্যাচ খেলতে সুযোগ করে দেয়াটা আমার জন্য সৌভাগ্য ছিলো বলেই মনে করি। বরিশাল বিভাগের তৎকালীন কোচ এহসান স্যারের কাছে আমি চিরকৃতজ্ঞ কারণ তিনি আমার উপর আস্থা রেখে আমার হাতে বল তুলে দিতে বলেছিলেন।”

Related Posts

Gazi got a chance at the National Cricket Academy after proving himself with two consecutive good seasons in the National League. There he took 11 wickets, a hat-trick, in a first-class four-day match against South Africa. It was then that Gazi came into the limelight in the cricket world.

এর চারমাস পরেই খুলনা বিভাগের বিপক্ষে ৯৯ বলে ১৪০ রানের ঝড়ো ইনিংসের সাথে গাজী তুলে নেন হ্যাটট্রিক উইকেট, প্রথম শ্রেণীর ক্রিকেটে যে কৃতিত্বের মালিকও গাজী একাই। সেই সেঞ্চুরি সম্পরকে গাজী বলেন, “আমি যখন ৫০ রান করে ফেলি তখনই মনে মনে সিদ্ধান্ত নেই যে একবার সুযোগ নেয়াই যাক! দেখি সেঞ্চুরিটা হয় কীনা, এবং আমি সেঞ্চুরির দেখা পেলাম!”

“সেই ম্যাচের হ্যাটট্রিকের কথা আমি কখনোই ভুলবো না কারণ তারপরই আকাঙ্ক্ষিত জাতীয় দলের দরজা আমার জন্য উন্মুক্ত হয়ে যায়!”

মাত্র এক বছর আগেই প্রথম টেস্টের স্মৃতিচারণ করতে গিয়ে গাজী জানান, “আগের রাতে মুশফিক ভাই এসে আমাকে জানান সম্ভবত আমি ওপেনিং বোলিং করবো! প্রতিপক্ষ ক্রিস গেইল! কিছুটা ঘাবড়ে গিয়েছিলাম সেটারই ফল তুলে গেইল সেই ওভারে আমার কাছ থেকে ১৮ রান নিয়ে নিয়েছিলো, কিন্তু তৃতীয় ওভারে আর গেইলকে সে সুযোগ দেইনি আমি, এবং সেই সিরিজে পুরোটা সময়ই গেইলকে আমার বোলিংয়ে পরাস্ত হতে হয়েছে! এটা আমি খুব উপভোগ করেছি!” গাজী হয়তো ভুলে গেছেন সেই ম্যাচে গাজী ৯ উইকেটও দখল করেছিলেন!

এ কথা অনস্বীকার্য যে চট্টগ্রাম টেস্টে গাজীর শতকটি না হলে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে যেতে পারতো বাংলাদেশ। গাজী বলেন, “ব্যাট করতে যাওয়ার আগে আমার লক্ষ্য একটাই ছিলো ক্রিজে যতোটা পারা যায় নাসির ভাইকে সঙ্গ দিয়ে খেলা। প্রথম বলটি আমি ব্যাটের মাঝখানে লাগাতে পেরেছিলাম, ওতেই আমার আত্মবিশ্বাস চলে আসে। আমি সিদ্ধান্ত নিই যে সোজা খেলবো এবং মারার বল বাদে বাকীসবগুলো বলই ভুলে যাবো। এটাই কাজে দিয়েছে, আমি সেঞ্চুরির করে বসেছি! আর তারপর হ্যাটট্রিক নিয়েতো সবার মাতামাতি দেখে ভালো লেগেছে যে দলের জন্য কিছু হলেও অবদান রাখতে পেরেছি!”

নিজের ক্রিকেট দর্শন এবং ইচ্ছা নিয়ে গাজী ব্যক্ত করেন মনের কথা, “আমি ন’বছরের চেষ্টায় এখানে এসেছি। আমি দেখতে চাই এর শেষ কোথায়! বাংলাদেশের হয়ে ক্রিকেট বিশ্বকাপ জয় করা আমার অন্যতম স্বপ্নগুলোর একটি!”

Reference: Cricinfo

Raziur Rahman

Recent Posts

৩০ এপ্রিল দোহায় গান গাইবেন জেমস

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কাতারের রাজধানী দোহায় ৩০ এপ্রিল অনুষ্ঠিতব্য ‘এশিয়ান মেগা কনসার্ট’-এ উপস্থিত…

% days ago

বেসিসের ৬ সদস্য প্রতিষ্ঠান জাপান আইটি উইকে অংশ নিচ্ছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এশিয়ার তথ্যপ্রযুক্তি খাতের অন্যতম বৃহৎ ও মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক আয়োজন ‘জাপান…

% days ago

অপমান করতে হয় পুরুষদের: পূরণ করতে হয় গ্রাহকদের ‘বন্য ইচ্ছা’! লক্ষ লক্ষ টাকা আয় করা এক তরুণীর গল্প!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জানা যায়, গ্রাহকদের ‘বিশেষ পরিষেবা’ প্রদান করে…

% days ago

পাকিস্তানিদের ভিসা বাতিল করে ভারত ছাড়ার নির্দেশ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জম্মু এবং কাশ্মিরে বন্দুকধারীদের হামলার ঘটনায় পাকিস্তান সম্পর্কে একাধিক সিদ্ধান্ত…

% days ago

গ্রামের ক্যানেলে মাছ ধরার দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ খৃস্টাব্দ, ১১ বৈশাখ ১৪৩২…

% days ago

ক্যান্সারের নেপথ্যে কী খাবারের বড় ভূমিকা রয়েছে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চিকিত্সকরা জানিয়েছেন, নিয়মিতভাবে বাইরের তেল-মশলাদার খাবার খাওয়ার অভ্যাসের কারণে বেড়ে…

% days ago