The Dhaka Times Desk আইটেম গান ভারতের মুভিতে অন্য রকম আকর্ষণ, দর্শকদের কাছেও জনপ্রিয় বিষয় । নাচের রানী মাধুরী দীক্ষিত প্রায় দুই দশক বলিউডে রাজত্ব করলেও এখন পর্যন্ত কোনও আইটেম গানে দেখা যায়নি। এবার ভক্তদের মনোবাসনা পূর্ণ করতে আইটেম গানে নাচলেন বলিউডের এ ড্রিম গার্ল।
'Yeh Jawaani Hai Deewani’ ছবির একটি আইটেম গানের শুটিং শেষ করেছেন রণবীর কাপুর ও মাধুরী দীক্ষিত। ‘ঘাগরা’ শিরোনামের আইটেম গানটির নৃত্য পরিচালনা করেছেন ফারাহ খান। কিছুদিন আগে ৪৬ বছরে পা দেওয়া এই অভিনেত্রী বলিউডে ফিরলেন এই মুভিতে ‘ আজা নাচলে’ মুভিতে অভিনয়ের ছয় বছর পর ।
মজার বিষয় হল,‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবির প্রচারণার সময় বলিউডের অভিনেতা রণবীর কাপুর জানিয়েছেন, তাঁর জীবনের প্রথম প্রেম ছিলেন মাধুরী দীক্ষিত। অবশ্য অব্যক্ত সে প্রেম ছিল একতরফা। মাধুরীর বিয়ের খবর শুনে হূদয়টা ভেঙে গিয়েছিল বলেও জানিয়েছেন রণবীর। ছবির নির্মাতা অয়ন মুখার্জিকে এক রকম পটিয়েই নাচের দৃশ্যে মাধুরীর গালে চুমু খেয়েছেন রণবীর।
‘আইটেম গানে মাধুরীর সঙ্গে নাচের সুযোগ পেয়ে নিজের আনন্দকে আর ধরে রাখতে পারিনি। তাঁর গালে চুমু খাওয়ার সুযোগ পাওয়ার জন্য অয়নকে ঘুষ পর্যন্ত দিতে হয়েছে আমাকে।’ মাধুরীর সঙ্গে আইটেম গানে অংশ নেওয়ার সুযোগ পেয়ে এভাবেই নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন রণবীর।
আজা নাচলে’ তারকা মাধুরীর সঙ্গে কাজের অভিজ্ঞতার কথা জানাতে গিয়েও এ অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন রণবীর। রণবীর মাধুরীর প্রশংসা করে বলেন, ‘তিনি অত্যন্ত আন্তরিক, আবেগপ্রবণ ও বুদ্ধিমান। তিনি সত্যিই সুন্দর। তার সঙ্গে কাজ করা অনন্য এক অভিজ্ঞতা।’
এদিকে গানটি অনলাইনে ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবির আইটেম সং ‘ঘাগড়া’ অনলাইনে মুক্তির কয়েক ঘণ্টার মধ্যে কয়েক লাখ হিট পড়ায় আশ্চর্য হয়ে গেছেন ৪৬ বছর বয়সী ‘ধক ধক গার্ল’। মাধুরী দীক্ষিত নিজেও সম্ভবত এতটা আশা করেননি। ঝকমকে ঘাগড়া, চোখ ধাঁধানো নাচ এবং চমৎকার চুলের ঝলক ছিল পুরো গানেই, যা শুধু রণবীরকেই নয়, প্রত্যেক দর্শককেই বিমোহিত করেছে। অবশ্য এর জন্য কোরিওগ্রাফার ফারাহ খানকেও কৃতিত্ব দিয়েছেন মাধুরী। সেই সঙ্গে আরো একটা কথা প্রমাণ করেছে এই আইটেম গান_মাধুরী এখনো এই প্রজন্মের যেকোনো নায়িকার চেয়ে আবেদনে এগিয়ে আছেন !
ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি পরিচালনা করছেন বাঙালি পরিচালক অয়ন মুখার্জি। ওয়েক আপ সিডের পর এটা অয়নের দ্বিতীয় ছবি। রণবীরের বিপরীতে রয়েছেন তাঁর প্রাক্তন প্রেমিকা দীপিকা পাডুকোন। আশা করা হচ্ছে আগামী ৩১ মে ছবিটি মুক্তি পাবে।
Reference: ইন্ডিয়াটুডে, ও Internet .