The Dhaka Times
With the commitment to keep the young generation ahead, Bangladesh's largest social magazine.

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

Contribute to Facebook Open Academy and earn credits!

The Dhaka Times Desk সামাজিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক আসক্তদের সংখ্যা বাড়ছে। একই সাথে বাড়ছে ফেসবুকের বিভিন্ন নতুন নতুন ফিচার এবং কার্যক্রম। সম্প্রতি ফেসবুক কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টদের ভবিষ্যৎ চাকরীর জন্য তাদের ভালোভাবে প্রস্তুত করতে খুলেছে ওপেন অ্যাকাডেমি.


1236105_216152195220648_1927989416_n

ফেসবুক কর্তৃপক্ষ সেরা কম্পিউটার সায়েন্স বিশ্ববিদ্যালয়গুলোর সাথে পার্টনারশীপ করেছে স্পেশাল ক্লাসের ব্যবস্থা করার জন্য যেখানে ছাত্র-ছাত্রীরা ওপেন সোর্স প্রজেক্টে অবদান রেখে কলেজ ক্রেডিট অর্জন করতে পারবে।

ওপেন অ্যাকাডেমি পর্যাপ্ত দক্ষ এবং আগ্রহী স্টুডেন্ট এবং প্রশিক্ষকদের সাথে কাজ করতে প্রতিক্ষাবদ্ধ। সেই প্রেক্ষিতেই ফেসবুকের মেনলো পার্ক হেডকোয়ার্টারে স্টুডেন্ট এবং প্রশিক্ষকরা সামনাসামনি আলোচনা করতে পারবে এবং তারপরেই তারা যেকোন ওপেন সোর্স প্রজেক্টে কাজ করতে সক্ষম হবে।

সচরাসচর প্রশিক্ষকরা স্টুডেন্টদের গাইড করবে এবং তাদের কোড পর্যবেক্ষণ করবে, প্রয়োজন হলে লেকচারও প্রদান করবে। এই প্রজেক্ট সর্বপ্রথম ২০১২ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে শুরু হয় এবং বর্তমানে ফেসবুক এমআইটি, ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন, ইউনিভার্সিটি অফ সিংগাপুর, ইউসিএলএ, ইউআইইউসি সহ ২২ টি বিশ্ববিদ্যালয়ে প্রজেক্টটি সম্প্রসারিত করেছে।

এই কর্মোদ্যোগের অংশ হিসাবে কম্পিউটার স্টুডেন্টরা MongoDBRuby on Rails and Mozilla Open Badge সহ বিভিন্ন ওপেন সোর্স প্রজেক্টে কাজ করবে। এইসব প্রোগ্রামে অবদান রাখার জন্য তারা কলেজ ক্রেডিট অর্জন করবে।

এই কর্মোদ্যোগ মূলত কম্পিউটার সায়েন্সের কলেজ স্টুডেন্টদের বই এর সীমাবদ্ধ জ্ঞানে আবদ্ধ না থেকে কার্যকরীভাবে বাস্তব জীবনে কোডিং এবং সফটওয়ার ডেভেলপমেন্ট সম্পর্কিত কাজ করার সুযোগ করে দিয়েছে। শুধু কলেজ ক্রেডিট প্রদানেই সীমাবদ্ধ থাকবে না ফেসবুক – যারা এইসব কাজে সেরা দক্ষতা দেখাবে তাদের পরবর্তীতে ফেসবুকে ইঞ্জিনিয়ার হিসাবে চাকরী প্রদান করা হবে।

Reference: The TechJournal

You may also like this
en_USEnglish