The Dhaka Times Desk ওয়েস্ট ভার্জিনিয়ার বাসিন্দা সোফি মুলিনস Name ৬ বছরের ছোট্ট এক মেয়ে মার্কিন সিনেটরের কাছে অভিযোগ জানিয়ে চিঠ লিখেছে! তাঁর অভিযোগ ছিলো স্কুল থেকে যে পরিমাণ বাড়ির কাজ দেয়া হয়, সেটা করতে করতে সে ক্লান্ত! আর হবেই না কেনো? সোফি মাত্র প্রথম গ্রেডে পড়ে!
সোফি তাঁর বাবাকে প্রথমে এই ব্যাপারে অবহিত করেছিলো। বাবা মেয়ের সাথে সাধারণ কৌতুক করে বলেছিলেন, “সিনেটরকে চিঠি লিখে অভিযোগ জানাও।” অবুঝ সোফি সেই কাজটিই করে বসে। নীচে দেখুন সিনেটরকে লেখা সোফির চিঠি!
সোফি চিঠিতে লিখেছে, “আমরা সবাই শুধু কাজ, কাজ এবং কাজ করি। আমি একটু বিরতি চাই এসব থেকে। আপনি আমাকে সাহায্য করবেন প্লীজ?” সোফি চায় স্কুল থেকে দেয়া বাড়ির কাজ একটু কম করতে এবং সে তাঁর বাবার সাথে সবচেয়ে বেশী সময় ব্যয় করতে চায়।
দুই সপ্তাহ পরে সোফি, মার্কিন সিনেটর Joe Manchin, D-W.Va. এর কাছ থেকে একটি ব্যক্তিগত ফোন পায়। সিনেটর জানতে চান, কোন ধরণের কাজ সোফিকে এতো ক্লান্ত করে তুলেছে? সোফি বলে, “অংক, বই পড়া এবং লেখা।”
Senator বলেন, “সাধারণত তুমি যদি বেশী কাজ করো তবে সেটার মূল্যায়ণ বেশী হবে এবং তুমি চমৎকার একজন ব্যক্তিত্বে পরিণত হবে, তাই কি ঠিক নয়? সুতরাং নিজের পড়াশোনা করে যাও, তাতে তুমি আকর্ষণীয় একজন ব্যক্তিত্বে পরিণত হবে এবং তুমি আমাদের সাহায্য করতে পারবে!”
সোফি বলেছে, “এখন আমি কাজ, কাজ এবং কাজে ফিরে যাবো।”
সোফি এবং সিনেটরের মাঝে কথোপকথনের অংশটুকু নীচের ভিডিওটিতে দেখুন
Reference: buzzfeed