The Dhaka Times Desk A child's eating habits, patterns, determine his physical growth and mental development. Children who play with and eat food in high chairs have been shown to develop faster, learning anything very quickly.
সচরাচর দেখা যায়, অনেক শিশুকেই খাবার গ্রহণের সময় খাবার নিয়ে খেলা করতে এবং তার আশেপাশের জিনিস নিয়েও খেলাধুলা করতে। গবেষকরা বের করেছেন যে – সাধারণত শিশুরা তার আশেপাশের জিনিসের নাম মনে রাখে সেটা হতে পারে চেয়ার, টেবিল,কুকুর কিংবা অন্য কোন জিনিস।
আড়াই শতাংশ শিশুর ক্ষেত্রে দেখা যায় – শিশুরা তার পরিচিত জিনিস থেকেই নতুন কিছু শেখা শুরু করে। তবে সেক্ষেত্রে গবেষকরা জানতে ইচ্ছুক যে কত দ্রুত তারা নতুন কিছু শিখতে পারে।
গবেষণাগারে এক বছর চার মাস বয়সী কিছু শিশুকে নির্বাচন করা হয় তারপর তাদেরকে দুই ভাগে ভাগ করে এক দলকে চেয়ারে বসানো হয় এবং আরেক দলকে টেবিলে বসানো হয়। একইসাথে তাদেরকে আপেল সস, পুডিং, জুস দেওয়া হয় এবং তাদের সেসব খাদ্যের সঠিক নাম না বলে ডেক্স, কিভ এই ধরনের রুপক নাম জানানো হয়। এক মিনিট পর সেসব শিশুকে একই ধরনের ভিন্ন আকৃতির খাবার চিহ্নিত করতে দেওয়া হয়। সেক্ষেত্রে দেখা যায় যেসব শিশুরা চেয়ারে বসে খাবার নিয়ে খেলা করছিলো তারা দ্রুত খাবারগুলো চিহ্নিত করতে সক্ষম হয় – আর টেবিলে বসে থাকা বাচ্চারা তুলনামূলকভাবে কম চিহ্নিত করে পেরেছিলো।
University of Iowa Professor of Psychology Larissa Samuelson জানান – অধিকাংশ শিশু যারা বাড়িতে খাবারের সাথে খেলা করে তারা অনেক কিছু শিখে ফেলে। বাড়ি হচ্ছে শিশুর মানসিক এবং বুদ্ধিগত বিকাশের জায়গা। শিশুরা তাদের খাদ্যের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে শিখে বাড়িতেই যদিও সেসবের নাম তারা ঐ বয়সে শিখতে পারে না। তবে একটু বড় শিশুরা তাদের প্রতিবেলা খাবারের সময় ভিন্ন ভিন্ন খাদ্য গ্রহণ করতে থাকলে সেসব খাদ্য সম্পর্কে খুব দ্রুত জ্ঞান অর্জন করতে পারে এবং খুব দ্রুতই তাদের শারীরিক এবং মানসিক বিকাশ ঘটতে থাকে।
Reference: TheTechjournal
This post was last modified on জুলাই ১০, ২০২৪ 11:30 am
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জানা যায়, আহত ওই মধ্যবয়সি ব্যক্তির নাম…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ খৃস্টাব্দ, ১২ বৈশাখ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অত্যাধিক গরমে ডিহাইড্রেশন, হিটস্ট্রোক, বদহজমের মতো নানা সমস্যাও দেখা দেয়।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড-এর পরিচালনা পর্ষদের এক সভা ২২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে “আর্ট এক্সচেঞ্জ: মুভিং ইমেজ” প্রকল্পের আওতায় কিউরেটর…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কাতারের রাজধানী দোহায় ৩০ এপ্রিল অনুষ্ঠিতব্য ‘এশিয়ান মেগা কনসার্ট’-এ উপস্থিত…
View Comments
আর যেসকল বাচ্চাকে মা-বাবা কোলে বসিয়ে খাওয়ায়, তাদের কি হবে?