The Dhaka Times Desk সম্প্রতি দুবাই একুয়ারিয়াম এবং আন্ডারওয়াটার চিড়িয়াখানা কর্তৃপক্ষ তাদের চিড়িয়াখানাতে থাকা দুটি ভোঁদড়কে দীর্ঘ সময় ছবি আঁকা শিখিয়ে অবশেষে দর্শকের সামনে ছবি আঁকতে দিয়েছেন এবং ভোঁদড়রা সবার সামনে ছবি একে তাক লাগিয়ে দিয়েছে!
আমরা হোমো সেপিয়েন্স অর্থাৎ মানুষ প্রাণী জগতের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী! তবে আমাদের সাথে একই পৃথিবীতে বসবাস করা আরও অসংখ্য প্রাণী আছে যারা কিনা আমাদের মত বুদ্ধিমান না হলেও মোটামুটি তাদের শিখিয়ে দিলে তাঁরা ঐ সব কাজ কোননা কোন সময়ে করতে পারবে।
আমরা মানুষরা সৃষ্টির সেরা জীব এটা যেমন সত্য ঠিক তেমন ভাবে আমাদের সাথে পৃথিবীতে বসবাস করা অন্যান্য প্রাণীদের বুদ্ধিমত্তা কেমন তা আমাদের উচিৎ যাচাই করে দেখা। প্রাণীদের ভিন্ন ধরনের বুদ্ধিমত্তা রয়েছে যা মানুষের ভাষাগত ও প্রযুক্তিগত বদ্ধমূল ধারনার কারণে অবমূল্যায়িত হয়ে আসছে। এর মধ্যে সামাজিক ও নন্দনতাত্ত্বিক বুদ্ধিবৃত্তি রয়েছে। এই ভোঁদড়দের করা কীর্তি সেই ধরনাকেই আরও শক্ত অবস্থানে নিয়ে যেতে যথেষ্ট।
তবে প্রাণীদের বুদ্ধিমত্তা যাচাই করা এবং তাদের কোন না কোন বিশেষ কাজে অভিজ্ঞ করে তোলা অনেক কঠিন কাজ প্রতিনিয়ত অনুশীলন করার মাধ্যমেই কোন প্রাণী বুদ্ধিমান প্রাণীদের মত কোন কাজ করতে সক্ষম হয়।
Source: Buzzfeed