Ishwardi representative ঈশ্বরদীতে প্রাচীন সুড়ঙ্গের সন্ধান পাওয়ার পর চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় করছেন সুড়ঙ্গের মুখে।

গত সোমবার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের নুরুল্লাপুর গ্রামের এক ব্যক্তি তার নিজের একটি পুকুরের খনন কাজ করতে গেলে এই সুড়ঙ্গের সন্ধান পান। ২৫ ফুট নিচে এই সুড়ঙ্গ পথের সন্ধান পাওয়া যায়। প্রাচীন স্থাপত্যের এই নিদর্শন পাওয়ার পর এলাকায় জানা জানি হলে হাজার হাজার লোকের ভিড় জমে যায় সেখানে। গত তিন দিনে সেখানে হাজার হাজার মানুষ ভিড় করছেন প্রাচীন স্থাপত্যের এই নিদর্শন দেখার জন্য।
এদিকে এই খবর পেয়ে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সানোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঈশ্বরদী থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে। এক এসআই এর নেতৃত্বে ওই পুকুর স্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। সরকারি বিধি মোতাবেক প্রত্নতত্ত্ববিদদের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।