The Dhaka Times Desk চিত্রশিল্পী মানে ছবি আকেন যারা, ছবিতে তারা তাদের আশেপাশের মানুষ,জীবন,রঙ কিংবা দৃশ্য ধারণ করেন তুলি কিংবা পেন্সিলের মাধ্যমে। সম্প্রতি ওয়াইজঘাটের বুলবুল ললিতকলা একাডেমীতে (বাফা) শুরু হয়েছে রহমতুল্লাহ বিলাশ নামক গুণী শিল্পীর চিত্রকর্ম প্রদর্শনী।
পেন্সিল মাধ্যমে চিত্রিত ১৮ টি ছবি প্রদর্শিত হচ্ছে প্রদর্শনীতে। গত ১৭ জানুয়ারি থেকে শুরু হওয়া প্রদর্শনী চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। প্রদর্শনী সব বয়সীদের জন্য উন্মুক্ত। প্রদর্শনী চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
প্রদর্শনীর শিরোনাম ‘সুলতানগঞ্জের মানুষ ও আমি’, রহমতুল্লাহ বিলাশের জন্মস্থান ঢাকার কামরাঙ্গীরচরের সুলতানগঞ্জ। শিল্পীর ভাষ্য অনুসারেই জানা যায় তার শিল্পকর্মের বিষয়বস্তু।
সুলতানগঞ্জের সাধারণ মানুষ যারা তার আশেপাশে থাকেন, যাদের জীবনের গল্প জানেন তাদের মুখাবয়ব ক্যানভাসে তুলে ধরেছেন শিল্পী।
সৎ ইন্সপেক্টর আলম অথবা বয়োবৃদ্ধ জয়গুননেসা কিংবা রহিম পাগলদের দুঃখ তার শিল্পের রসদ।
প্রদর্শনীতে সাদা কাগজে পেন্সিল ঘষে এঁকেছেন শিশু, মাঝ-বয়সী মানুষ, বৃদ্ধ ও বৃদ্ধার মুখ – সেসব মুখের অভিব্যক্তিতে আছে বিনম্র দুঃখের গল্প। প্রতিটি শিল্পকর্মেই রয়েছে নিপুণতার ছোঁয়া।
চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন করা হয় গত শুক্রবার সকালে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক মতলুব আলী। চিত্রসমালোচক মইনুদ্দীন খালেদ ও বাফার সেক্রেটারি হাসানুর রহমান বাচ্চুও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।
চিত্রসমালোচক মইনুদ্দীন খালেদ চিত্রশিল্পীর প্রশংসা করে জানিয়েছেন – রহমতুল্লাহ বিলাশের চিত্রকর্ম অংকনের প্রয়াস সবাইকে আনন্দ দিবে, মানুষকে গভীর মনোযোগের সাথে লক্ষ্য করার মাধ্যমে যে ছবি সে এঁকেছেন – সেই শিল্পের পথ থেকে হারাবে না বিলাশ। তার অবলোকন ভবিষ্যতে আরও নিবিড় হবে তা এই প্রদর্শনী প্রমাণ করে দেয়। তাহলে আর দেরী কেন? চলে যান বুলবুল ললিতাকলা একাডেমিতে, উপভোগ করুন এই গুনি শিল্পীর পেন্সিল স্কেচগুলো।