The Dhaka Times Desk Asif Azim বাংলাদেশের র্যাম্প মডেলিংয়ের জনপ্রিয় এবং পরিচিত মুখ। ভারতের দর্শকপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ৭’ এ অংশগ্রহণ করেছিলেন তিনি। সেখানে নোংরা রাজনীতির শিকার হয়েছিলেন বলে জানিয়েছেন আসিফ আজিম।
Asif Azim দেশে তিনি বহু ফ্যাশন হাউজ এবং বিভিন্ন বিখ্যাত ব্র্যান্ডের পণ্যের মডেল হয়েছেন তিনি। তাঁর মডেলিং দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিকভাবে সমাদৃত। প্রথম বাংলাদেশি হিসেবে ইতালীয়, জার্মান, এবং অস্ট্রেলীয় ‘ভোগ’ ম্যাগাজিনের প্রচ্ছদ হিসাবে জায়গা করে নিয়েছেন। বার্সেলোনা ফ্যাশন উইক এবং সিডনি ফ্যাশন উইকেও অংশগ্রহণ করে নিজের জনপ্রিয়তা বাড়িয়েছেন। ভারতের বিখ্যাত ডিজাইনারদের হয়ে র্যাম্পে হেঁটেছেন। সেখানে নামকরা ফ্যাশন শো গুলোতেও বেশ সুনাম এবং দর্শকপ্রিয়তা কুড়িয়েছেন।
বিগ বস ৭-এর আগের কয়েকটি মৌসুমেও আসিফের অংশ নেওয়ার কথা থাকলেও সেসবে অংশগ্রহণ করেননি। এইবার একমাত্র বাংলাদেশি প্রতিযোগী হিসাবে বিগ বস ৭ এ অংশগ্রহণ করেন। সৎ থেকে কাজ করে গেলেও দুর্ভাগ্যক্রমে বিগ বস থেকে বাদ পড়ে যান তিনি।
সেই প্রসঙ্গে প্রতিযোগিতায় দুটি গ্রুপের কথা উল্লেখ করেন তিনি। এই বিষয়ে তিনি জানিয়েছেন দুটি গ্রুপই তাকে নিয়ে কিছু নোংরা পলিটিক্স করার চেষ্টা করে। রাজি না হওয়ায় ঘুমানো থেকে শুরু করে প্রাত্যহিক নানা কাজে-কর্মে প্রতিবন্ধকতার মুখে পড়তে হয় তাকে। এই শো টেলিভিশন রেটিং পয়েন্ট (টিআরপি) বাড়ানো ও রাজনীতি ছাড়া কিছুই নয় এমন মন্তব্যও করেছেন তিনি। এতকিছুর পরেও বিগ বস থেকে অনেক কিছু শেখার কথা স্বীকার করেন তিনি। আসিফ আজিম পাঁচ সপ্তাহ বিগ বসের সেটে অবস্থান করেছিলেন। তার দৃষ্টিতে এটা স্বল্প সময়ে তাঁর জীবনের সেরা শিক্ষা।
Asif Azim বেশ কয়েক বছর ধরেই ভারতের মুম্বাইয়ে অবস্থান করছেন। সেখানে শো স্টপার হিসাবে কাজ করেছেন। মেহেরপুর জেলার আমঝুপি গ্রামে তার জন্ম। এখন তার একমাত্র ধ্যান ধারণা বলিউডকে কেন্দ্র করেই। নিজেকে তৈরি করছেন সেভাবেই – ঘোড়ায় চড়ার প্রশিক্ষণ, বক্সিং, মার্শাল আর্ট, নাচের ক্লাস, জিম করা এইসব তার প্রাত্যহিক রুটিন।
বলিউডের বিভিন্ন নির্মাতার সাথে আলাপ আলোচনা করেছেন তিনি। হয়ত অতি শীঘ্রই কোন বলিউড মুভিতে অভিনয় করতে দেখা যাবে – সে পর্যন্ত অপেক্ষা করতে হবে সবার।
Reference: Prothom-alo
This post was last modified on ফেব্রুয়ারি ৫, ২০১৪ 2:53 pm
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবশেষে গত ৩১ বছর ধরে চলা ‘গোল্ডেন আউল’ বিতর্কের অবসান…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ২৯ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যদি আপনি হৃদরোগের থেকে দূরে থাকতে চান তাহলে ভরসা রাখতে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে রাজধানী ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে গতকাল…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাশ্রয়ী দামে শক্তিশালী ব্যাটারি, দ্রুত চার্জিং সুবিধা; সাথে দৃঢ়তা ও…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মারণব্যধি ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী হিনা খান।…
View Comments
সালমান খানের সাথে খাতির রাখলেই সাক্সেসফুল ক্যারিয়ার নিশ্চিত।