The Dhaka Times Desk সম্প্রতি সময়ে ইয়াহু ই-মেইল ব্যবহারকারীরা দারুণ ভাবে নিজেদের একাউন্ট হ্যাক হওয়ার সমস্যায় ভুগছেন। কিছুদিন আগে একবার বড় মাপের হ্যাকিং এবং লগ-ইন জটিলতার পরে এবার আবার বেশ কিছু ইয়াহু ব্যবহারকারীর একাউন্ট হ্যাক হয়েছে।
ইয়াহু জানিয়েছে তারা এখনো নিশ্চিত নন আসলে কত সংখ্যক ব্যবহারকারী হ্যাকিং এর শিকার হয়েছেন। এমন কি ইয়াহু এটাও জানাতে পারছেনা এই হ্যাক প্রক্রিয়া কিভাবে ঘটানো হয়েছ! তবে ইয়াহু জানিয়েচে তাদের সার্ভার ঠিক আছে এবং এটি ব্যবহারের জন্য নিরাপদ। তাহলে কি এই হ্যাকিং করা হয়েছে তৃতীয় কোন সূত্র ধরে? হ্যাঁ তেমনটাই আভাস দিচ্ছেন ইয়াহু কর্তৃপক্ষ! ইয়াহু বলছে হ্যাকিং তাদের সার্ভার থেকে হয়নি এটি হয়েছে তৃতীয় পক্ষের সার্ভার থেকে।
ইয়াহুর আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, “আমরা দেখছি আমাদের বেশ কিছু ই-মেইল আইডি হ্যাক হওয়ার বিষয়ে আলোচনা হচ্ছে। বিষয়টি সত্যি তবে ঠিক কি সংখ্যক আইডি হ্যাক হয়েছে তা এখনো নিশ্চিত নই। আমাদের তদন্ত চলছে। তদন্তে দেখা গেছে এই হ্যাক প্রক্রিয়া আমাদের সার্ভারের নয়। এটি আমাদের সার্ভার এবং ব্যবহারকারীর মাঝে তৃতীয় কোন সূত্রে হয়েছে। এক্ষেত্রে আমরা বেশ কিছু কম্পিউটার কেন্দ্রিক সফটওয়্যারের সন্ধান পেয়েছি যা থেকে ব্যবহারকারীদের একেউন্টে ভাইরাস ছড়িয়ে একাউন্ট হ্যাক করা হয়েছে।
এদিকে ইয়াহু এখন হ্যাকিং রোধে তাদের সকল একাউন্টেই দুই স্থর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা সংযুক্ত করছে। এতে করে কেউ যদি কারো একাউন্ট হ্যাক করেও সে ক্ষেত্রে মোবাইলের মাধ্যমে নিশ্চিত করণ গোপন নাম্বার প্রয়োজন হবে।
যাই হোক ইয়াহুর মতো এমন জনপ্রিয় সাইট যদি এভাবে হ্যাকিং এর শিকার হয় তবে তা সত্যি এর কোটি কোটি ব্যবহারকারীর জন্য আতংকের বিষয়!
Source: The Tech Journal
This post was last modified on ফেব্রুয়ারি ১, ২০১৪ 10:37 pm
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাষাগত ব্যবধান কমাতে জনপ্রিয় যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ এবার নতুন একটি বিল্ট–ইন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছে আদিত্য ধর পরিচালিত সিনেমা ‘ধুরন্ধর’।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের বীরত্বগাথার এক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইতালির মিলান থেকে লন্ডনগামী একটি বিমানে উড়ান শুরু হওয়ার পর…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ১ পৌষ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বাস্থ্য রক্ষায় ব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর তার মধ্যে সবচেয়ে সহজ,…
View Comments
Amar yahoo ID hang hoyagaca. Ami amar Id ta kholta cai Please Dhaka times can you help me. amar ID Shahadat722@yahoo.com