The Dhaka Times Desk মাইক টেইলর এমন একজন শৌখিন ফটোগ্রাফার যিনি নিজের চাকরি ছেড়ে দিয়েছিলেন কেবল ছবি তুলবেন বলে। আজকের দি ঢাকা টাইমসের প্রতিবেদনে উঠে আসবে মাইক টেইলরের অসাধারণ কিছু ছবি যা তিনি শুধু মাত্র ক্যামেরার মাধ্যমেই তুলেছেন!
শখের বসেই কিনে নিয়েছিলেন Nikon ক্যামেরা। ক্যামেরা কেনার পর তাঁর মনে হল ছবি তোলাই তাঁর একমাত্র কাজ অন্য কোন কাজে মন নেই তাঁর। ফলে সিদ্ধান্ত নেন বাকি জীবন ছবি তুলেই কাটিয়ে দিবেন। যেই চিন্তা সেই কাজ চাকরি ছেড়ে দিলেন। যখন চাকরি ছাড়লেন অনেকেই তাকে নিয়ে উপহাস করে। যারা সে সময় উপহাস করেছিল তারা এখন অবশ্যই মাইক টেইলরের কাজ দেখে ঈর্ষাবোধ করবেন!
মাইক টেইলর সাধারণত নিজের কাজ দিয়ে নিজেকে প্রমান করেছেন। তিনি ভালোবাসেন আকাশের ছবি তুলতে। তাঁর ক্যামেরায় ধরা পরে একা দাড়িয়ে থাকা কোন বাতিঘর! কিংবা খোলা মাঠ!
মাইকের ছবি সমূহ দেখলেই বুঝা যায় তাকে সব চেয়ে বেশি টানে আকাশ! সত্যি মাইক টেইলরের ক্যামেরাতে আকাশের ছবি এতো সুন্দর ভাবে ফুটে উঠে যা সাধারণত আমরা দেখিনা। অনেক সময় এসব ছবি ফটোশপ কিংবা গ্রাফিক্সের কাজ দিয়ে করা গেলেও ক্যামেরাতে অসম্ভব বলেই মনে হয়।
আশ্চর্য বিষয় হচ্ছে মাইক তাঁর এসব ছবি তুলেন Nikon ক্যামেরা দিয়ে। তিনি চাকরি ছেড়ে যে খারাপ কোন সিদ্ধান্ত নেন নি তাঁর বর্তমান অবস্থান দেখলেই বুঝা যায়। মাইক টেইলর এখন বিভিন্ন আবহাওয়া চ্যানেলের খবরের শিরোনাম, বিভিন্ন ফটোগ্রাফি ম্যাগাজিনের শিরোনাম, আন্তর্জাতিক মিডিয়াতেও তাকে নিয়ে দারুণ সব প্রবন্ধ লেখা হচ্ছে!
চলুন দেখে নেই মাইকের তোলা কিছু ছবিঃ
মাইক প্রমান করেছেন একজন মানুষ কেবল সেখানেই সফল হতে পারে যেখানে তাঁর ইচ্ছে বা মনোবল আছে। আমাদের সমাজে অনেক মানুষ আছে যাদের ইচ্ছে এক কিন্তু জীবনের তাগিদে করতে হচ্ছে ভিন্ন কাজ। অথবা ছোট বেলায় বাবা মাই তাঁর শখের গুরুত্ব না দিয়ে তাকে ভর্তি করাচ্ছে ভিন্ন কোন প্রফেশনাল স্কিলের কাজে! কিন্তু মাইকের এই সফলতা থেকে শিক্ষা নিয়েই বলা যায় অল ইজ ওয়েল আপনি তাই করেন যা আপনার মন বলে।
মাইকের ওয়েব সাইটে আরও ছবি দেখতে Click here করুন। মাইকের ফেসবুক পেইজে ঘুরে এসে তাকে উৎসাহ দিন By clicking here.
Source: Viralnova