The Dhaka Times Desk Recently, Bangladeshi writer Taslima Nasreen told the media that three women have made her life miserable). And these three women are none other than the two leaders of Bangladesh Sheikh Hasina, Khaleda Zia and Chief Minister of West Bengal Mamata Banerjee.
In an interview with Indian media, Taslima spoke directly about her current position and who is responsible for her. Although Taslima Nasreen is a Bangladeshi writer, she has been living in exile from Bangladesh for quite some time. He sometimes came to Calcutta, India, but started living permanently in Delhi due to the restrictions of fanatical Muslims there.
তসলিমা নিজেকে দুই দেশের ভোটের রাজনীতির শিকার বলে দাবি করে বলেন, ‘আমি দুই দেশের নেতা নেত্রীদের ভোটের নোংরা রাজনীতির শিকার। আমার লেখার জবাবে দুই বাংলার মুসলিম সম্প্রদায় আমাকে দেশ ছাড়া করতে চায় আর সেসব মানুষদের ভোটের জন্য খুশি করতে নেতারা আমাকে নিরাপত্তা না দিয়ে দেশ ত্যাগে বাধ্য করে।
তসলিমা দাবি করেন, “আমি সব সময় আমার লেখনীতে নারীদের জন্য লিখেছি অথচ আফসোস আমার সংস্কৃতির দুই দেশেই ক্ষমতায় আছে নারীরা। তবুও তাঁরা আমাকে নিরাপত্তা দিচ্ছেনা। মূলত অন্য কারো জন্য নয় তাদের জন্যই আমি দেশ ছাড়া।”
তসলিমা নাসরিন বলেন, “আমি বাংলাদেশ নিয়ে আর কোন আশা দেখিনা, সেখানে ফিরে যাওয়ার কোন আশা নেই। তবে আমি কোলকাতা শহরকে খুব অনুভব করি, সেখানে যেতে চাই কারণ কোলকাতার সাথে আমার সংস্কৃতির বন্ধন আছে। তবে সেখানে যাওয়াও আমার জন্য এখন অনিরাপদ! আমি জানি এবারের বই মেলায়ও আমার বই উঠতে দেবেনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Taslima Nasreen said in his comments, I am a refugee today for the politics of voting! They are condoning injustice to retain votes. The politics of the vote is defeated today! Voting politics is very bad for democracy.
নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তসলিমা নাসরিন জানান তিনি খুব শীগ্রই তাঁর বিতর্কিত বই লজ্জা’র সংস্করণ বাংলায় বের করবেন। এছাড়া নিজের সকল অর্থ দিয়ে তিনি একটি ট্রাস্ট করতে চান ভারতে। তাঁর ট্রাস্ট নিপীড়িত নারীদের পাশে দাঁড়াবে। একই সাথে তিনি তাঁর ৫০ হাজার বই এর বিশাল সংগ্রহশালা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দান করতে চান।
It is noted that Taslima Nasreen was staying in Europe after being expelled from her country Bangladesh for a long time. After coming to Kolkata for a few days in 2004, he had to move from Kolkata to Delhi in 2007 when a controversy broke out over his stay there.
News sources: The Hindu , The Economic Times , India Express ,
This post was last modified on ফেব্রুয়ারি ৬, ২০১৪ 10:02 am
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তুরস্কের রাজধানী আঙ্কারায় “তোমক” নামে এক জনপ্রিয় বিড়ালকে শহরের ‘সম্মানিত…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৫ অগ্রাহায়ণ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউডের দুই অভিনেত্রী কাজল-টুইঙ্কেলের ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’…
View Comments
নিজের বেপরোয়া আচরণ ও মন্তব্যের জন্যই তার আর এই অবস্থা। তার ইচ্ছে পুরুষের মত নিজের গায়ের গেঞ্জি খুলে বিজয় উল্লাস করুক। “আমার দেহ আমি দেব, যাকে খুশি তাকে দেব”--- সে এই নীতিতে বিশ্বাশী। তাহলে দেশে আর সমাজ সংসারের কোন দরকার নেই।
Taslima Nasrin is my favourite writter
pagol