The Dhaka Times Desk পেশা তার ভিক্ষা করা, প্রতিদিন দীর্ঘ ২৫ কিলোমিটার হেঁটে আসেন বুলগেরিয়ার শহর সফিয়াতে। প্রায় ১০০ বছর বয়স্ক এই বৃদ্ধ নিজেকে ভিক্ষা করেই নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। আজ আমাদের প্রতিবেদনে সেই কথাই উঠে আসবে।
দাদু দব্রী যার পূর্ণ নাম দভ্রাভ দব্রী, তিনি দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় নিজের শ্রবণ শক্তি হারান। আপন বলতে তার কেউ নেই। দভ্রাভ দব্রী বুলগেরিয়ার নাগরিক, তিনি একদম নিঃস্ব রিক্ত সাধারণ এক মানুষ। কখনো তিনি জামা কাপড় কিংবা জুতা কিনেন না। নিজের জামা নিজেই সেলাই করেন হাত দিয়েই। এমন কি নিজেই চামড়া দিয়ে বানিয়ে নিয়েছেন এক জোড়া জুতো।
Read more: Degradation of humanity: The cruel factory of making beggars is going on
বয়স তার ১০০ ছুই ছুই, এই বয়সেও তিনি দীর্ঘ ২৫ কিলোমিটার হেটে শহরে আসেন কেবল ভিক্ষা করতে। তিনি নিয়ম করে তার দীর্ঘ জীবনে এক এক সময়ে এক এক শহরে ঘুরে ঘুরে ভিক্ষা করেছেন। প্রতিদিন মানুষের পেছনে পেছনে ঘুরে বেড়িয়েছেন।
যাকে সামনে পেয়েছেন তাকে বলেছেন কিছু সাহায্য দিয়ে যেতে। রাস্তায় কোন শিশু দেখলেই আগলে ধরে আদর করেছেন। শিশুদের জন্য দব্রীর অন্যরকম মায়া। মানুষ তাকে যেটুকু সমর্থ সাহায্য দিয়েছেন।
তবে একটা বিষয় সবার কাছে রহস্য মনে হত, আসলে কি করে এই বৃদ্ধ। বিভিন্ন সময় দব্রীকে বিভিন্ন মানুষ সম্পূর্ণ ভরণ পোষণ দিতে চাইলে তিনি নেন নি।
এই বৃদ্ধ ভিক্ষুক যে আসলে কি! তার বিষয়ে বিস্তারিত না জানলে কেউই ধারণা করতে পারবে না। কেনো তিনি তার সারাটি জীবন ভিক্ষা করে গেছেন।
Video:
আসলে দব্রী দাদু তার সারা জীবনের ভিক্ষার একটি পয়সাও নিজের জন্য খরচ করেননি। তিনি সারাজীবনের সকল বিক্ষার অর্থ দান করে দিয়েছেন এতিম শিশুদের জন্য। দব্রীর সারাজীবনের সঞ্চয় মোট ৫২ হাজার ডলার যা বাংলাদেশি টাকায় ৪০ লাখ ৩৬ হাজার দুইশ চল্লিশ টাকার সম পরিমাণ।
তিনি চাইলে এই বিপুল পরিমাণ অর্থ নিজের কাজে ব্যয় করতে পারতেন, নিজে আর্থিক ভাবে আরও সচ্চল হতে পারতেন। কিন্তু তিনি তা করেন নি। তিনি তার অর্থ মানবতার কাজে লাগিয়েছে। এই বৃদ্ধ থেকে অনেকের অনেক কিছু শিক্ষা নেয়ার আছে।
Source: Viralnova
This post was last modified on জুলাই ৩১, ২০১৪ 6:16 pm
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা অনেকেই জানি শরীর ভালো থাকে মাছের তেল খেলে। তবে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বয়ঃসন্ধিকাল ও ‘নিষিদ্ধ’ প্রেমের গল্প সিনেমাটি হিমালয়ের কোলে এক শৈলশহরের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়া নিয়ে এবার আশার আলো দেখছেন তুরস্কের প্রেসিডেন্ট…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পেট্রোল পাম্পের মধ্যে আগুন জ্বালানো নিষেধ থাকে সেটি আমাদের সকলেরই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ৫ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২১ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পুষ্টিবিদরা বলেন, খালি পেটে পেঁপে খাওয়া মোটেও ভালো নয়। এতে…
View Comments
Really he is great man
manushik vabe oshustho lok....