The Dhaka Times
With the commitment to keep the young generation ahead, Bangladesh's largest social magazine.

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

Bill Gates said that many people will lose their jobs due to the development of the software industry!

The Dhaka Times Desk শ্রম বাজারে এক বৈপ্লবিক পরিবর্তন আসছে, যার জন্য মানুষ এবং সরকার প্রস্তুত নয়। সফটওয়্যার শিল্পের উন্নতির কারণে অনেক মানুষ চাকরি হারাবে। এমন একটি আশঙ্কার কথা প্রকাশ করলেন Bill Gates.


bill-gates

বিল গেটস গত বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে আমেরিকার সবচেয়ে বড় অর্থনৈতিক থিঙ্ক ট্যাংক “দি আমেরিকান এন্টারপ্রাইজের” সাথে মত বিনিময় সভায় একথা বলেন। গেটস বলেন ২০ বছরের মাথায় অনেক মানুষ চাকরি হারাবে সেই জায়গায় স্থলাভিষিক্ত হবে সফটওয়্যার নিয়ন্ত্রণ ব্যবস্থা। বিল গেটস বলেন, “চালক থেকে নার্স প্রায় সব ক্ষেত্রেই সফটওয়্যার প্রতিস্থাপনের কথা চিন্তা করা হচ্ছে। প্রযুক্তি দিনকে দিন বাড়ছে কিন্তু তার সাথে সাথে দক্ষতার উন্নতি হচ্ছে না। ফলে ২০ বছর পর দক্ষতার এই কাঠামোর পরিবর্তে সফটওয়্যারকে তার স্থলাভিষিক্ত করা হবে”। বিল গেটসই একমাত্র ব্যক্তি নন যিনি শ্রমিকদের জন্য অন্ধকারাছন্ন এই ভবিষ্যৎবাণী করলেন। এর আগে গত জানুয়ারী মাসে The Economist পত্রিকার একটি জরিপেও এই চিত্র ফুটে উঠেছে। ইকোনমিস্টের জরিপে দেখা যায় এই প্রভাবটি বেশি পড়বে টেলিমার্কেটিং, একাউন্ট্যান্ট চাকরিগুলোতে।

fired_leaving_office

গেটস মনে করেন ট্যাক্স ব্যবস্থাপনায় পরিবর্তন আনা প্রয়োজন, যেন তা আরো বেশি লোকবল নিয়োগে কোম্পানীদের আগ্রহী করে। তিনিও সর্বনিম্ন বেতন কাঠামোর আন্দোলনের অন্যতম বিরোধী। কিন্তু এই বিরোধিতার ব্যাখ্যা করেছেন এভাবে যে, এতে কোম্পানীগুলো কর্মী নিয়োগে অনাগ্রহী হবে কিংবা কর্মী ছাটাই করতে পারে। কারণ কোম্পানীর হাতে এর বিকল্প ব্যবস্থা রয়েছে। তারা সেখানে এককালীন বিনিয়োগের মাধ্যমে স্বয়ংক্রিয় ব্যবস্থা স্থলাভিষিক্ত করতে পারবে।

Reference: BusinessInsider

You may also like this
Loading...
sex không che
mms desi
wwwxxx
en_USEnglish