The Dhaka Times Desk বাংলাদেশের জাতীয় সঙ্গীত- আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি’ গান গেয়ে বিশ্ব রেকর্ড গড়লো বাংলাদেশ। তিন লক্ষের অধিক মানুষ একসঙ্গে জাতীয় সঙ্গীত পরিবেশন করে গ্রিনেজ বুক অব রেকর্ডে অন্তভূক্ত হতে যাচ্ছে। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।
ভোর সাড়ে ৬টা থেকে বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মানুষ জাতীয় প্যারেড গ্রাউন্ডে আসতে শুরু করে। রাজধানীর বিভিন্ন স্কুল কলেজ থেকে হাজার হাজার ছাত্র-ছাত্রীরা উৎসবের মতো হাজির হয়েছিলেন জাতীয় প্যারেড গ্রাউন্ডের জাতীয় সঙ্গীত পরিবেশন অনুষ্ঠানে।
সকাল থেকে স্কুল-কলেজ ছাড়াও হাজার মানুষ দেশের টানে ২৬ মার্চের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের এই এক অনন্য অনুষ্ঠানে হাজির হতে থাকেন। সকাল ১০টায় হিসেব অনুযায়ী ২ লাখ অতিক্রম করে। যদিও ওই সময় প্যারেড গ্রাউন্ডের বাইরেও প্রচুর মানুষ উপস্থিত ছিলেন। এরপর ১১টায় মেশিন কাউন্ট অনুযায়ী ২ লক্ষ ৫৪ হাজার ৬শ’ ৮১ জন। তবে প্যারেড গ্রাউন্ডের বাইরে মিলিয়ে মোট লোক সংখ্যা ৩ লক্ষ ছাড়িয়ে যায়। সকলের হাতেই জাতীয় পতাকা আর, মুখে – আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি, গান। এ যেনো এক অভূতপূর্ব ঘটনা। বাংলাদেশের ইতিহাসে এটি একটি অনন্য ঘটনা হিসেবে চিহ্নিত হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্যসহ রাষ্ট্রীয় সর্বোচ্চ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এটি যেনো পরিণত হয়েছিল এক প্রাণের মেলায়। মানুষের মধ্যে যে দেশপ্রেম রয়েছে সেটির প্রমাণ মিলেছে জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে উপস্থিতি দেখে।
১১টায় শুরু হওয়ার কথা থাকলেও ১১.২১ মিনিটে জাতীয় সঙ্গীত শুরু হয়। এবং সফলভাবে গান গেয়ে বিশ্ব রেকর্ডের দ্বারপ্রান্তে বাংলাদেশ। এখন শুধু গ্রিনেজ বুক অব রেকর্ডের আনুষ্ঠানিক ঘোষণার পালা।
This post was last modified on মার্চ ২৭, ২০১৪ 11:43 am
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবশেষে গত ৩১ বছর ধরে চলা ‘গোল্ডেন আউল’ বিতর্কের অবসান…