The Dhaka Times Desk বাংলাদেশ নিজেদের গ্রুপের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে সাত উইকেটের বিশাল হারের স্বাদ নিয়েছে। এটি বাংলাদেশের জন্য এবারের বিশ্বকাপের শেষ ম্যাচ ছিলো।
দুই দলের জন্যই ম্যাচটি ছিলো শেষ ম্যাচ, এই ম্যাচ জিতে দুই দল চেয়েছে নিজেদের শেষ ম্যাচে অন্তত একটি বিজয় নিয়ে দেশে ফিরতে। তবে এক্ষেত্রে বাংলাদেশ নিজেদের হোম কন্ডিশানের সুবিধা নিতে সম্পূর্ণ রূপে ব্যর্থ। বাংলাদেশ দল নিজেদের ঘরের মাঠে বিশ্বকাপ হওয়ার পরেও নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি।
Bangladesh Team:
মুশফিকুর রহিম, আব্দুর রাজ্জাক, আল আমিন হোসাইন, এনামুল হক, ফরহাদ রেজা, মাহাম্মুদুল্লাহ, মমিনুল হক, নাসির হোসাইন, সাব্বির রহমান, সামসুর রহমান, সাকিব আল হাসান, সোহাগ গাজী, তামিম ইকবাল, তাস্কিন আহমেদ, জিয়াউর রহমান,
অস্ট্রেলিয়া দলঃ
জিযে বাইলে, ডিই বলিনজার, ডিটি কেরিস্টেইন, এনএম কাল্টার-নাইল, যেপি ফাউলকনার, এযে ফিঞ্চ, বিযে হাড্ডিন, বেজে হডজ, জিবি হগ, জিযে মেক্সয়েল, এমএ স্টার্চ, ডিএ ওয়ারনার, এসআর ওয়াটসন, সিএল হোয়াইট
বাংলাদেশ দলের ব্যাটিং ইনিংসের শুরুতেই দুই ওপেনার আউট হলে বরাবরের মতো এবারও বাংলাদেশের সমর্থকরা হতাশ হয়ে পড়েন। তামিম ইকবাল কাটলারের বোলে বলেঞ্জারকে ক্যাচ দিয়ে সাজ ঘরে ফেরেন ৫ রান করে। অপর ওপেনার এনামুল হক বিজয়কেও শূন্যরানে ফেরান কাটলার। তবে সাকিব এবং মুশফিক দুইজনের দারুণ এক পার্টনারশিপে বাংলাদেশ প্রাথমিক ধাক্কা সামাল দিতে সক্ষম হয়েছে। সাকিব নিজের অর্ধশতক তুলে নেন মাত্র ৪০ বোল খেলে। যেখানে দুটি ছক্কা এবং ৪টি চারের মার ছিলো।
মুশফিক ব্যক্তিগত ৪৭রানে ছক্কা মারতে যেয়ে ওয়াটসনের বলে আউট হয়ে যান। এর এক ওভার শেষেই বুলেঞ্জারের বলে সাকিব আল হাসানও প্যাভিলিয়নে ফিরে যান ব্যক্তিগত ৬৬রান করে। এই দুই ব্যাটসম্যান আউট হয়ে গেলে নাসির এবং রিয়াদ ব্যাটিং এ নেমে সেভাবে মারমুখী হতে পারেনি। শেষ পর্যন্ত বাংলাদেশ ১৫৪রানের টার্গেট দিতে সক্ষম হয়েছে অস্ট্রেলিয়াকে।
জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনার ওয়ারনার এবং ফিঞ্চ দারুণ সূচনা নেনে দেন অস্ট্রেলিয়াকে, ওপেনিং জুটিতেই ৭১রান সংগ্রহ করেন দুই ব্যাটসম্যান। বাংলাদেশের হয়ে বোলিং এ অভিষেক হওয়া তাসকিন আহমেদ অবশ্য দারুণ লাইন এবং লেন্থ বজায় রেখে বল করছেন। অভিষেকেই তাসকিন আহমেদ উইকেট পান। নিজের চতুর্থ ওভারে ম্যাক্সওয়েলকে ব্যক্তিগত ৫ রানে বোল্ড আউট করেন তাসকিন আহমেদ। এর আগে বাংলাদেশ দলের পক্ষে প্রথম সাফল্য এনে দেন আল আমিন হোসেন। ব্যক্তিগত ৪৮ রানে আল আমিনের বলে বোল্ড আউট হন তিনি। তবে শেষ রক্ষা আর হলোনা, বাংলাদেশকে অস্ট্রেলিয়া ৭ উইকেটের বিশাল পরজয়ের স্বাদ দিলো টি২০ বিশ্বকাপ ২০১৪ এর শেষ ম্যাচে।