The Dhaka Times Desk উপজেলা নির্বাচনে ব্যাপক সহিংসতার কারণে বেশকিছু কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। এমন ৫ উপজেলার স্থগিত ১৯ কেন্দ্রে আজ ভোটগ্রহণ করা হচ্ছে।
জানা যায়, উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ও সর্বশেষে পঞ্চম ধাপের স্থগিত ১৯ কেন্দ্রে আজ বুধবার ভোট নেয়া হচ্ছে। যথারীতি সকাল ৮টায় শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত। সহিংসতার কারণে স্থগিত এসব ভোট কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা দ্বিগুণ করা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। ভোট উপলক্ষে এসব এলাকায় আজ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
যেসব কেন্দ্রে ভোট হবে:
# সিলেটের কানাইঘাটে একটি কেন্দ্রে
# কুমিলস্নার বড়ুরায় ভাইস চেয়ারম্যান পদের জন্য দুটি
# কক্সবাজারের কুতুবদিয়ায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের জন্য ২টি
# পটুয়াখালীর দুমকি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যানের জন্য ৫টি কেন্দ্রে
# মুন্সিগঞ্জের গজারিয়ায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৯টি স্থগিত কেন্দ্রে ভোট নেয়া হচ্ছে।