The Dhaka Times Desk শহরে ম্যানহোল থাকবে এ্টাই স্বাভাবিক ঘটনা। কিন্তু সেই ম্যানহোল যদি মানুষের মৃত্য্যফাঁদে পরিণত হয়ে তখন সেটি বড়ই চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। এমন সব ম্যানহোলের ছড়াছড়ি রাজধানী ঢাকা শহরে- দেখার কেও নেই।
এমন ম্যানহোলের মধ্যে পিছলে পড়ে আহত হচ্ছেন প্রতিনিয়ত কেও না কেও। কিন্ত তারপরও মনে হচ্ছে বিষয়টি দেখার কেও নেই। সিটি করপোরেশনের দায়িত্ব মূলত এইসব ম্যানহোল দেখভালের। কিন্তু বাস্তবে এর কোন কর্তৃপক্ষ আছে কি না তা নিয়েও সন্দেহ দেখা দিয়েছে।
রাজধানীর বিভিন্ন এলাকা যেমন- মতিঝিল, ফকিরাপুল, মগবাজার, বালিবাগ, গুলিস্তান, ইসলামপুর, নওয়াবপুর রোড, নয়া বাজার, মিরপুর, ভাষাণটেক, খিলক্ষেত, মুগদাসহ রাজধানী ঢাকার বিভিন্ন এলকায় ম্যানহোল ঢাকনা বিহীন অবস্থায় দেখা গেছে।
এসব ম্যানহোলগুলো বেশির ভাগ ঢাকা ওয়াসা, সিটি করপোরেশন, বিটিসিএলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের। কিন্তু এগুলোর ঢাকনা ঢালায় লোহার হওয়ায় প্রতিনিয়ত চুরি হচ্ছে। তাছাড়া এসব চুরি যাওযা ঢাকনা পুনরায় লাগানোর ব্যাপারেও এসব কোম্পানি একবারেই উদাসীন। সরকারি নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান হওয়ায় এগুলোর রক্ষণাবেক্ষণ এক লেন্দি প্রসেস হওয়ায় এমন সমস্যা হচ্ছে।
স্থানীয় কিছু এলাকায় এমন ঢাকনাবিহীন ম্যানহোল থাকায় স্থানীয়রা লাল কাপড়ের ঝানডা দিয়ে সতর্ক সংকেত দিয়েছেন। কিন্তু মেইন রোডগুলোতে এমন কোন ব্যবস্থাও নেই। যে কারণে প্রত্যাহ ঘটছে দুর্ঘটনা। কখনও কখনও স্কুলগামী শিশুরা এর শিকার হচ্ছেন।
ম্যানহোল গুলো পাতারা দেওয়ার লোক নাই বলে একবার লাগালে আবারও চুরি হয়ে যায় এমন কথা বলেছেন সিটি করপোরেশনের কর্মকর্তারা।
ঘটনা যায়ই হোক না কেনো, এই ম্যানহোলগুলো মানুষের জন্য মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। এগুলো রক্ষণাবেক্ষণের মাধ্যমে জন সাধারণের বিপদমুক্ত করা একান্ত দরকার। প্রয়োজনে ঢালাই লোহা না দিয়ে সিমেন্টের ঢাকনা দিয়ে এগুলো মেরামতের দাবি করেছে রাজধানীবাসী।