The Dhaka Times Desk গর্ভাবস্থায় বাচ্চার শারীরিক অবস্থার কথা চিন্তা করে মায়েরা অনেক সাবধান থাকেন। সম্প্রতি এক গবেষণা থেকে জানা গেছে, গর্ভাবস্থায় মায়ের খাদ্যাভ্যাস বাচ্চার DNA-তে স্থায়ী প্রভাব ফেলে।
লন্ডন স্কুল অফ হাইজিন এন্ড ট্রপিক্যাল মেডিসিন এর বিজ্ঞানী ডঃ ব্র্যানওয়েন হেনিং এর নেতৃত্বে একদল গবেষক গাম্বিয়াতে মায়ের খাদ্যাভ্যাসের সাথে বাচ্চার DNA’র পরিবর্তন নিয়ে গবেষণা করেন। বর্ষাকালে গর্ভধারণ করেছে এমন ৮৪ জন এবং শুষ্ক ঋতুতে গর্ভধারণ করেছে এমন ৮৪ জনকে গবেষণায় নেয়া করা হয়েছে। কেননা গাম্বিয়ায় ঋতুর পরিবর্তনের সাথে সাথে খাদ্যাভ্যাসে প্রভাব পড়ে।
গর্ভবতী মহিলাদের থেকে রক্ত সংগ্রহ করে তাতে খাদ্যের পুষ্টি মাপা হয়েছে। আর বাচ্চার জন্মের দুই থেকে আট সপ্তাহ পর DNA পরীক্ষা করা হয়। প্রাপ্ত ফলাফল থেকে দেখা যায়, গর্ভধারণের কিছুদিন আগে এবং প্রথম দিকে মায়ের ভাল পুষ্টি বাচ্চার DNA-তে ভাল প্রভাব ফেলে। তাই এই সময় মায়েদের ভাল খাওয়া-দাওয়ার উপর গবেষকেরা গুরুত্ব আরোপ করেছেন।
মায়ের খাদ্যাভ্যাসের ফলে বাচ্চার DNA এর এরূপ পরিবর্তনকে এপিজেনেটিক ইফেক্ট বলে। এতে DNA’র নানারূপ পরিবর্তন ঘটে। তারমধ্যে একটি হচ্ছে DNA তে রাসায়নিক পদার্থ মিথাইল গ্রুপ যুক্ত হওয়া। এই ব্যাপারটি বেশি ঘটে বর্ষাকালে গর্ভধারণ করা বাচ্চাদের ক্ষেত্রে। মিথাইল গ্রুপগুলো মায়ের পুষ্টির সাথে সরাসরি সম্পর্কিত। তবে এই পরিবর্তনের ফলাফল সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
মায়ের পুষ্টি বাচ্চার সমস্ত কোষের জিনোমের উপর প্রভাব ফেলে। গবেষকেরা চেষ্টা করছেন মায়ের খাদ্যের এমন একটি পরিমাণ নির্ণয় করার যা বাচ্চার DNA-কে পরিপূর্ণ ভাবে ভাল করবে।
Source: bbc