The Dhaka Times Desk নিজের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনার ব্রাজিলীয় তারকা নেইমারকে নিয়ে প্রশংসনীয় মন্তব্য করেছেন বর্তমান সময়ের ফুটবল বিশ্বের ক্রেজ ক্রিস্টিয়ানো রোনালদো।
মঙ্গলবার স্পোর্টস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে রোনালদো আসন্ন বিশ্বকাপকে ঘিরে কথা বলতে গিয়ে জানালেন, বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা আগামীতে বিশ্বসেরা হতে পারেন। ফুটবল কিংবদন্তীদের অনেকে নেইমারের পারফরম্যান্স নিয়ে সমালোচনা করার চেষ্টা করেছেন বিভিন্ন সময়। যদিও বিষয়টি নিয়ে খুব বেশি ভাবতে নারাজ নেইমারের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদের মহাতারকা রোনালদো। রোনালদো বরং নেইমারের মধ্যে ভবিষ্যতের মহাতারকা দেখছেন।
রোনালদো বলেন, ‘ভবিষ্যতের কিংবদন্তি হতে পারে নেইমার। আর আমি মনে করি ইতিমধ্যেই সে তা জানানও দিয়েছে। হ্যাঁ, চলতি মৌসুমে বার্সেলোনায় তার সময়টা ভালো কাটেনি। কিন্তু তার বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। তার মাঝে ভবিষ্যতের কিংবদন্তি হওয়ার গুণাবলী আছে।’
মৌসুমের শুরুতে ৮৭.২ মিলিয়ন পাউন্ডে ব্রাজিলের সান্তোস থেকে বার্সেলোনায় নাম লিখিয়েছেন নেইমার। তাকে ঘিরে অনেক উচ্চাশা থাকলেও স্পেনে প্রথম মৌসুমে বার্সেলোনার হয়ে খুব বেশি আলো কাড়তে পারেননি ২২ বছর বয়সী ব্রাজিলীয় তারকা ফুটবলার নেইমার। বার্সার হয়ে ২৫ বার জার্সি পরে খেলতে নেমে ৯টি লিগ গোল করেন নেইমার। অ্যাসিস্ট করেছেন আটটি গোলে। তবে বয়সের হিসেবে অনেকেই বলছেন, নেইমারের এখন কেবল শুরু। ভবিষ্যৎ ফুটবল দুনিয়াতে নেইমার একটি আলোকিত তারকা হিসেবেই আবির্ভূত হবে এমনটাই সকলের বিশ্বাস।
Source: goal.com