The Dhaka Times Desk সৌদি আরবের রিয়াদে ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১০ বাংলাদেশী নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
খবরে প্রকাশ, সৌদি আরবের রিয়াদের শিফা সানাইয়া এলাকায় সোফা ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশীসহ মোট ১২ জন শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। ওই দুইজন ভারতীয় বলে সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে। খবর বাংলাদেশ নিউজ২৪।
নিহত ১০ জনের মধ্যে নয়জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- মো: জালাল (৩৫), বাহাউদ্দিন (৩১), আ: গাফ্ফার (৩২), মো: সেলিম (৩৪), নাজির হোসেন (৩৫), শাহ আলম (৩৬) ও মতিউর রহমান (৩২) এদের সবার বাড়ি কুমিল্লা জেলায়। অপর নিহত জাকির (৫৫) বাড়ি ফেনী এবং আফতাব (৪৫) বাড়ি মাদারীপুর জেলায়।
তবে ওই অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধারকর্মীরা মোট ১১ জনের লাশ তারা উদ্ধার করেছেন বলে দাবি করেছেন। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। সোমবার রিয়াদের স্থানীয় সময় রাত ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
উল্লেখ্য, ওই ফ্যাক্টরিতে মোট ১৫ জন শ্রমিক কাজ করতেন। এদেরমধ্যে ১৩ জন বাংলাদেশী ও ২ জন ভারতীয় শ্রমিক।