A virtual reality headset made for chickens!

The Dhaka Times Desk কিছুদিন আগে ওকুলাস রিফট নামে একটি অসাধারণ যন্ত্র তৈরি করা হয়েছে যা ভার্চুয়াল রিয়ালিটির জগতে নতুন মাত্রা যোগ করেছে। তারপরই শোনা যাচ্ছে হাস্যকর একটি আবিষ্কারের কথা। মুরগির জন্যেও নাকি তৈরি করা হয়েছে ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট।


ভার্চুয়াল রিয়েলিটির বিষয়টি হচ্ছে একটি কৃত্রিম জগত এমনভাবে তৈরি করা হয় যা খুবই বাস্তবসম্মত মনে হয়। অর্থাৎ একটি বাক্সে থেকেও আপনার মনে হতে পারে আপনি কোন বিস্তৃত প্রান্তরে আছেন।

মুরগি জাতির কল্যাণে(!) এই অসাধারণ আবিষ্কার করেছেন লওয়া স্টেট বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক অস্টিন স্টুয়ার্ট। তার মতে, পোল্ট্রির অনেক সমস্যার সমাধান করবে এটি। এই হেডসেট মুরগিকে এমন একটি বিভ্রম দিবে যাতে সে নিজেকে স্বাধীন মনে করবে।

স্টুয়ার্ট মনে করেন, মুরগি এই ভার্চুয়াল রিয়েলিটি অন্যভাবে নিতে পারে। মূলত পোল্ট্রিতে মুরগি খুবই শোচনীয় অবস্থায় লালন পালন করা হয়। এছাড়া গৃহপালিত পশু শিল্প এই অবস্থার বাস্তব উন্নতি চায় না। তাই ভার্চুয়াল রিয়েলিটি একটি সমাধান হতে পারে। এই প্রক্রিয়ায় মুরগি এই অবস্থায় থেকেই মনে করবে সে সুবিশাল চারণভূমিতে আছে।

বিভিন্ন ব্লগ ও সাইটে মুরগিকে ভার্চুয়াল জগতের সাথে যুক্ত করার ধারণার সমালোচনা করা হয়েছে। পরীক্ষা নিরীক্ষার জন্য এই ধরণের ধারণা ঠিক আছে। কিন্তু কেউ যদি বাস্তব ক্ষেত্রে এই ধারণা’র প্রয়োগ করতে চায় তাহলে তা হবে সময় ও অর্থের অপচয়।

Related Posts

মিঃ স্টুয়ার্ট নিঃসন্দেহে দারুণ কাজ করেছেন। কিন্তু মুরগির জন্য প্রযুক্তির এই ব্যবহার না করে মানুষের জন্য কিছু করলেই তার জন্য ভাল হত। এখনও মানুষ মুরগির মত মারা যাচ্ছে। তাই তৃতীয় বিশ্বে একবার ঘুরে যাওয়ার জন্য তাকে আমন্ত্রণ জানিয়ে রাখা গেল।

Source: The TechJournal

This post was last modified on জানুয়ারি ৩০, ২০২৪ 12:17 pm

ABM Noorullah

Recent Posts

পুষ্টিবিদরা যা বলেন: সুজি খাওয়া উপকারী নাকি ক্ষতিকর?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…

% days ago

বাংলা এবং হিন্দিতে ‘দরদ’-এর ট্রেলার ও গান প্রকাশ [ট্রেলার]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…

% days ago

মুরগির লেগপিস প্রতিদিন খাওয়া কী ভালো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…

% days ago

উপদেষ্টা নাহিদকে নিয়ে নানা অপপ্রচার: সাবধান করেছেন সমন্বয়ক মাসউদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…

% days ago

ইলন মাস্ককে এক লাখ সরকারি চাকরি বাতিলের দায়িত্ব দিলেন ডোনাল্ড ট্রাম্প

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেন…

% days ago

গোল্ডেন আউল: ৩১ বছর ধরে চলা গুপ্তধন অধ্যায়ের সমাপ্তি ঘটলো

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবশেষে গত ৩১ বছর ধরে চলা ‘গোল্ডেন আউল’ বিতর্কের অবসান…

% days ago