The Dhaka Times Desk শুভ সকাল। আজ সোমবার, ১৯ মে ২০১৪ খৃস্টাব্দ, ৫ জৈষ্ঠ্য ১৪২১ বঙ্গাব্দ, ২০ রজব ১৪৩৫ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
কদবেল। আমরা সবাই কমবেশি এই ফলের সঙে পরিচিত। কদবেল আমাদের দেশের প্রায় সবখানেই পাওয়া যায়। কদবেল একটি সিজেনাল ফল।
এ ফলের আদি নিবাস ভারতীয় উপমহাদেশে। ভারত, বাংলাদেশ এবং শ্রীলঙ্কায় কদবেল জন্মেও প্রচুর। এই ফলের স্বাদ টক ও হালকা মিষ্টি। এই কদবেল খেলে মুখে রুচি হয়। আচার, চাটনি কিংবা চিনি/গুড় দিয়ে মাখিয়ে খাওয়া যায় এই কদবেল। কদবেল শুধু মুখের রুচিই বৃদ্ধি করে না, পেটের বিভিন্ন সমস্যা দূর করতেও কদবেলের ভূমিকা অনন্য। কদবেলের আছে নানা পুষ্টিগুণও।
পুষ্টিমাণ: প্রতি ১০০ গ্রাম কদবেলে রয়েছে পানীয় অংশ ৮৫.৬ গ্রাম, খাদ্যশক্তি ৪৯ কিলোক্যালোরি, খনিজ পদার্থ ২.২ গ্রাম, আমিষ ৩.৫ গ্রাম, চর্বি ০.১ গ্রাম, শর্করা রয়েছে ৮.৬ গ্রাম, ক্যালসিয়াম ৫৯ মিলিগ্রাম, লৌহ ০.৬ মিলিগ্রাম, ভিটামিন-বি ০.৮০ মিলিগ্রাম ও ভিটামিন-সি ১৩ মিলিগ্রাম।
ছবি: bd-pratidin.com এর সৌজন্যে
This post was last modified on মে ১৭, ২০১৪ 9:55 pm
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হাজীদের জন্য নতুন বাধ্যবাধকতা আরোপ করলো সৌদি আরব। এবার দেশটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভুল করে বিড়ালটির গায়ের উপর পা তুলে দেয় এক তরুণ।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ১১ চৈত্র ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কথা মনের মধ্যে চেপে না রেখে, তা খোলাখুলিভাবে বলে দিলেও…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে আকর্ষণীয় অফার ঘোষণা করলো স্যামসাং। দুর্দান্ত এই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পেটের স্বাস্থ্য ভালো কি না, তা বুঝে নেওয়ার সহজ পরীক্ষাও…