The Dhaka Times Desk রাজধানী থেকে ৫ পেশাদার অপহরণকারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এই অপহরণকারী দলের সঙ্গে নারীও রয়েছে। এ খবর নিশ্চিত করেছে ডিএমপি সূত্র।
জানা যায়, রাজধানীতে এক নারীসহ ৫ পেশাদার অপহরণকারীকে আটক করতে সমর্থ হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি অ্যান্টি কিডনাপিং স্কোয়াড। এ সময় দুটি নকল হ্যান্ডকাপ এবং একটি খেলনা পিস্তলও উদ্ধার করা হয়েছে।
ডিএমপির সূত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছে, গতকাল রবিবার রাতে রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালায়। এ সময় একজন নারীসহ ৫ পেশাদার অপহরণকারীকে আটক করে গোয়েন্দা পুলিশ।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে অপহরণের ঘটনা অতিরিক্ত বেড়ে যাওয়া দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বস্তরের জন সাধারণের মধ্যে এক ধরনের আতঙ্কের সৃষ্টি হয়েছে। বিশেষ করে নারায়ণগঞ্জের সেভেন মার্ডার ঘটনার পর এই উদ্বিগ্নতা আরও বেড়েছে। এমন এক পরিস্থিতির কারণে অপহরণ রোধে ‘অ্যান্টি কিডনাপিং স্কোয়াড’ গঠন করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, ‘অ্যান্টি কিডনাপিং স্কোয়াড’ যদি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেন তাহলে অপহরণ-গুম এগুলো কমে আসবে।