Categories: international news

'Urukku fish' can fly like a bird

The Dhaka Times Desk খালি কি পাখিই ওড়ে? না এবার শুনছি মাছও নাকি উড়তে পারে! সাগরের পানি থেকে লাফ দিয়ে পাখির মতোই উড়ে যায় উড়ূক্কু মাছ। গ্রীষ্মমণ্ডলীয় সাগরে দীর্ঘদিন ধরেই অস্তিত্ব টিকিয়ে রেখেছে এ মাছ। পাখি ও ডাইনোসরদের আগে থেকেই এ মাছের অস্তিত্ব ছিল- এখনও রয়েছে।


গবেষকরা জানিয়েছেন, ২৪ কোটি বছর আগে থেকেই উড়ূক্কু মাছের অস্তিত্ব সাগরে বিদ্যমান। চীনের জীবাশ্ম বিজ্ঞানীদের দাবি, আকাশে পাখিদের ওড়ার ৮ কোটি বছর আগে থেকেই উড়ূক্কু মাছের রাজত্ব ছিল। খবর বিবিসি ও ডেইলি মেইল অনলাইনের। বিশ্বের সবচেয়ে প্রাচীন উড়ূক্কু মাছটি ২৪ কোটি বছর আগে সাগর থেকে লাফিয়ে উঠেছিল শিকার হওয়া থেকে রক্ষা পেতে। সম্প্রতি চীনের জাদুঘরে সংরক্ষিত একটি উড়ূক্কু মাছের জীবাশ্ম গবেষণা করে এ তথ্য পেয়েছেন বিজ্ঞানীরা। গবেষকদের ধারণা ছিল, উড়ূক্কু মাছের প্রজাতি বড়জোর সাড়ে ছয় কোটি বছরের পুরনো হতে পারে। কারণ, এ সময়ের আগের কোনো উড়ূক্কু মাছের জীবাশ্ম তাদের কাছে ছিল না। চীনের জাদুঘরে থাকা উড়ূক্কু মাছের ফসিল বা জীবাশ্ম গবেষণায় তারা দেখেছেন, ২৩ থেকে ২৪ কোটি বছর আগের মধ্য ট্রায়াসিক যুগে ্তুপোটানিক্সাস কিংজিনসাস নামের উড়ূক্কু মাছের প্রজাতির অস্তিত্ব ছিল, যা জুরাসিক যুগের ডাইনোসরদের থেকেও ৫ কোটি বছর আগেকার।

পিকিং বিশ্ববিদ্যালয়, চীনা বিজ্ঞান একাডেমী ও জেজিয়াং প্রাকৃতিক ইতিহাস জাদুঘরের বিজ্ঞানীদের গবেষণায় এ নিবন্ধ ‘প্রসিডিংস অব দ্য রয়্যাল সোসাইটি বি’ সাময়িকীতে প্রকাশিত হয়। এতে গবেষকরা জানিয়েছেন, সবচেয়ে প্রাচীন উড়ূক্কু মাছের জীবাশ্ম হিসেবে এর আগে ইউরোপে খোঁজ পাওয়া জীবাশ্মের তুলনায় পোটানিক্সাস কিংজিনসাস্থ প্রজাতির উড়ূক্কু মাছের জীবাশ্ম ২ কোটি ৭০ লাখ বছরের পুরনো।

গবেষক ও নিবন্ধের লেখক গুয়ান-হুই জু উড়ূক্কু মাছের প্রাচীন প্রজাতি সম্পর্কে জানিয়েছেন, মেরুদী প্রাণীদের মধ্যে ওড়ার দিক থেকে সবচেয়ে প্রাচীন প্রাণীর প্রমাণ হচ্ছে, পোটানিক্সাস কিংজিনসাস। এর অর্থ হচ্ছে কিংজিংয়ের পাখাওয়ালা মাছ। ২০০৯ সালে চীনের কিংজিং শহর থেকে এ প্রজাতির মাছের জীবাশ্ম আবিষ্কার করেন গবেষকরা।

অদ্ভুত-দর্শন, বোঁচা নাকের এ প্রাণীটি সম্পর্কে গবেষকদের ধারণা, শিকারি প্রাণীদের থেকে রক্ষা পেতেই উড়তে শুরু করে উড়ূক্কু মাছ। এদের গতি ঘণ্টায় ৭০ কিলোমিটার বা এরও বেশি হতে পারে। পানি স্পর্শ না করে বাতাসে এরা প্রায় এক মিনিট পর্যন্ত উড়তে পারে। এখনকার গ্রীষ্মলীয় সাগরের উপকূলে যেসব উড়ূক্কু মাছ দেখা যায় সেগুলো ডলফিন, স্কুইড ও বড় মাছের আক্রমণ থেকে রক্ষা পেতে ৬ মিটারের বেশি ওপর দিয়ে ৪০০ মিটার পর্যন্ত উড়ে যেতে পারে। ৬ ইঞ্চি মাপের এ উড়ূক্কু মাছটির মোট চারটি পাখা ছিল। এর মধ্যে দুটি পাখা বড়। লেজও ছিল তুলনামূলকভাবে অনেক বড়, যা পানি থেকে ওপরে উঠতে ব্যবহৃত হতো। মাছটির আদি নিবাস ছিল ভারত মহাসাগরে।

This post was last modified on এপ্রিল ১৩, ২০১৭ 3:05 pm

Staff reporter

Recent Posts

হোয়াটসঅ্যাপে যুক্ত হলো অনুবাদের নতুন সুবিধা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাষাগত ব্যবধান কমাতে জনপ্রিয় যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ এবার নতুন একটি বিল্ট–ইন…

% days ago

‘ধুরন্ধর’ এর অভিনেত্রী সারা যা বললেন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছে আদিত্য ধর পরিচালিত সিনেমা ‘ধুরন্ধর’।…

% days ago

মহান বিজয় দিবসে শহীদদের প্রতি জাতির শ্রদ্ধা: জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের বীরত্বগাথার এক…

% days ago

বিমানে যাত্রার মাঝেই আজগুবি আচরণ: পাসপোর্ট খাবার আর টয়লেটে ফেলা!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইতালির মিলান থেকে লন্ডনগামী একটি বিমানে উড়ান শুরু হওয়ার পর…

% days ago

শীত ও গ্রামের মানুষ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ১ পৌষ ১৪৩২…

% days ago

প্রতিদিন কী পরিমাণ হাঁটলে স্বাস্থ্যের জন্য ভালো

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বাস্থ্য রক্ষায় ব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর তার মধ্যে সবচেয়ে সহজ,…

% days ago