The Dhaka Times Desk ২০১০ সালের বিশ্বকাপ ফুটবলের জ্যোতিষী অক্টোপাস পলের করা ভবিষ্যৎবাণীগুলো ছিল একেবারে সঠিক। পল এখন আর নেই। তবে এবারের বিশ্বকাপে সেই পলের ভূমিকায় দেখা যেতে পারে চীনের একটি পান্ডাকে।
২০১০ সালের সেই বিশ্বকাপে অক্টোপাস পলের করা ৮ খেলার ভবিষ্যৎবাণীর ৮টিই সঠিক হয়েছিল। এমনকি বিশ্বকাপের ফাইনালে করা ভবিষ্যৎবাণীটিও সঠিক হয়েছিল। ফাইনালের আগে স্পেন এবং হল্যান্ডের দুটি বলের মধ্যে পল বেছে নিয়েছিল স্পেনের বলটি। ফাইনালের ফলাফলটিও যায় স্পেনের পক্ষে। তারপর সারা পৃথিবীর মিডিয়ায় পলের এই গুণাগুণের কথা আরো ফলাওভাবে ছড়িয়ে দেওয়া হয়। স্পেন সরকার রাষ্ট্রীয়ভাবে তাদের দেশে পলের ভ্রমণের জন্য আমন্ত্রণ জানায়। অক্টোপাস পল জার্মানির একটি অ্যাকুরিয়ামের লালিতপালিত হয়েছিল। বিশ্বকাপের কিছুদিন পর পল মারা যায়। এরপর পলের সেই আসনটি খালি ছিল।
পলের সেই আসনটিতে নতুন করে জায়গা করে নিতে পারে চীনের একটি চিড়িয়াখানার শিশু পান্ডা। চীনের শ্যাকাউন প্রদেশের চ্যাংডু চিড়িয়াখানার বাসিন্দা হলো এই পান্ডা। চিড়িয়াখানার দাবি এই শিশু পান্ডাটি খেলার ছলে যে সকল ভবিষ্যৎবাণী করেছে তার সবগুলোই মিলে গিয়েছে। চিড়িয়াখানার কর্তৃপক্ষ আরো বলেন, দুটি ভিন্ন পতাকার দুটি বাটিতে তাদের এই পান্ডাটিকে খাবার দিলে সে যে বাটির খাবার গ্রহণ করে সেই বাটির পতাকার দলটি জিতে থাকে। ইতিমধ্যে চীনের অনেকগুলো খেলার ফলাফল এই পান্ডাটি সঠিকভাবে দিতে পেরেছে। ইতিমধ্যে এই পান্ডার জন্য ব্রাজিল থেকে এসেছে আমন্ত্রণ পত্র। এবার দেখা যাক এবারের বিশ্বকাপে এই পান্ডাটি কেমন ভবিষ্যৎবাণী করতে পারে।