The Dhaka Times Desk মৌমাছির হুল থেকে মানুষ ১০০ হাত দূরে থাকার চেষ্টা করলেও চীনের গাও বিঙ্গুয়া নামক এক নাগরিক দেহে সর্বোচ্চ ৩ লাখ ২৬ হাজার মৌমাছি নিয়ে রেকর্ড সৃষ্টি করেছেন।
গাও বিঙ্গুয়া ৪৫ বছর বয়স্ক এবং তিনি দীর্ঘদিন মৌমাছি নিয়ে কাজ করছেন, ফলে তার মৌ-মাছিদের নিয়ে অগাদ অভিজ্ঞতা। গাও বিঙ্গুয়া সংখ্যা হিসেবে শরীরে ৩ লাখ ২৬ হাজার মৌমাছি নিয়ে রেকর্ড সৃষ্টি করেছেন, এই মৌমাছির মোট ওজন ৩৩ কেজি।
গাও বিঙ্গুয়া মৌমাছিদের নিজের শরীরে নেয়ার আগেই ভালোভাবে শরীর ধুয়ে নেন এবং শরীরে তীব্র সুগন্ধি মাখেন। মৌ-মাছিদের মানুষের শরীরের গন্ধ উত্তেজিত করে তুলে ফলে শরীরে ফুলের মত সুগন্ধি মাখতে হয়েছে বলে জানায় গাও বিঙ্গুয়া। বাক্সে বাক্সে মৌ মাছি নিজের শরীরে ঢালার আগেই গাও বিঙ্গুয়া শরীরে মধু মেখে নেন, ফলে মৌমাছিরা তার শরীরে লেপ্টে থাকে।
শুরু থেকে শেষ পুরো প্রক্রিয়াটি গণমাধ্যমের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়, গাও বিঙ্গুয়াকে এই কাজে সাহায্য করেন বেশ কিছু সাহায্যকর্মী।
গাও বিঙ্গুয়া নিজের নিরাপত্তার জন্য শরীরের স্পর্শকাতর স্থানে বিশেষ পাতলা প্লাস্টিক পরেনেন, এছাড়া তিনি একটি পাইপ দিয়ে নিঃশ্বাস নেয়ার কাজ করেন।
Source: মেট্রো নিউজ
This post was last modified on জুন ২১, ২০২২ 4:06 pm
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘ট্রেন ড্রিমস’ সিনেমার গল্পে জীবন এবং মৃত্যু পাশাপাশি হাঁটে- ঠিক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতকালীন ঝড় এবং অবিরাম বৃষ্টির কারণে ফিলিস্তিনের গাজায় এক ভয়াবহ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অস্ট্রেলিয়ার তাসমানিয়ার এক সৈকতে একজন কুকুরচালক হঠাৎ দেখতে পান একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ৩ পৌষ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছোট মাছ যেমন- মলা, কাচকি, পুঁটি, টেংরা, তিনকাটা, খরে ইত্যাদি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা…