The Dhaka Times Desk শুভ সকাল। আজ বুধবার, ২৫ জুন ২০১৪ খৃস্টাব্দ, ১১ আষাঢ় ১৪২১ বঙ্গাব্দ, ২৬ সাবান ১৪৩৫ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
এখন সময় হালচাষের। বৃষ্টির সাথে সাথে ধানের মাঠ প্রস্তুত করতে ব্যাস্ত কৃষকরা। ছবিটি বাংলাদেশের এক কৃষকের। তিনি হালচাষ করে ঘরে ফিরছেন।
এমন দৃশ্য চোখে পড়বে বাংলাদেশের গ্রাম-গঞ্জ ও প্রত্যন্ত অঞ্চলে গেলে। সকাল বেলা কৃষক লাঙ্গল দিতে যান। কাজ শেষ হলে ঘরে ফেরেন। গ্রামের কৃষখদের একটি নিত্যদিনের রুটিন কাজ। সেই মুখের আহার ধান যারা উৎপাদন করেন তারা এখন কেমন আছেন সে খবর কিন্তু আমরা কেওই রাখিনা। আজকের সকালে এমন একটি সুন্দর ছবি উপহার দেওয়ার জন্য এর আলোকচিত্রীকে ধন্যবাদ।
Photo: Courtesy of www.facebook.com