The Dhaka Times Desk সাকিরার নাম শোনেননি এমন কোল মনে হয় পাওয়া দুষ্কর। বিশ্বকাপের অক্কা অক্কা.. গান গেয়ে দুনিয়া মাত করা সেই বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা বাংলাদেশে আসছেন।
সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, বিশ্বখ্যান জনপ্রিয় পপ তারকা সাকিরা বাংলাদেশের আসছেন। অন্তর শোবিজের একটি স্টেজ শো’তে অংশ নিতে ঢাকায় আসছেন ৩৭ বছর বয়সী পপ তারকা সাকিরা।
সংবাদ মাধ্যম বলেছে, আগামী সেপ্টেম্বর অখবা অক্টোবরে ঢাকায় আসবেন শাকিরা। বাংলাদেশে শাকিরার আগমন উপলক্ষে তার পারফর্মেন্সের এক বিশাল আয়োজন করবে অন্তর শোবিজ। ওই অনুষ্ঠানে দেশী-বিদেশী আরও অনেক খ্যাতিসম্পন্ন তারকারা উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে। তবে শাকিরার বিষয়টি চূড়ান্ত হলেও অন্য শিল্পীদের সম্পর্কে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, এবারের ২০১৪ ব্রাজিল বিশ্বকাপেও লা লা লা… গান গেয়ে দুনিয়া মাত করেছেন সাকিরা।