The Dhaka Times Desk সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকে এবার যুক্ত হচ্ছে ‘সেভ’ অর্থাৎ সংরক্ষণ সুবিধা। এর ফলে পছন্দের পোস্ট বুকমার্ক আকারে রাখা যাবে এবং পরবর্তী সময়ে পড়া যাবে সাথে থাকছে আরও সুবিধা।
ফেবসুকে একের পর এক নানান ফিচার যুক্ত হচ্ছে এবং ব্যবহারকারীদের জন্য আদালা সুবিধা নিয়ে আসছে এসব ফিচার দিয়ে। এবার ফেসবুক নিয়ে আসছে সেভ সুবিধা। এর মাধ্যমে একজন ব্যবহারকারী ফেসবুক পোস্ট, যেকোনো লিংক, সিনেমা, টিভি অনুষ্ঠান ইত্যাদি বুকমার্ক আকারে ফেসবুকেই সংরক্ষণ করতে পারবেন।
এখন কথা হচ্ছে সেভ করে কি করা যাবে এসব পোস্ট বা লিংক? হ্যা আপনি আপনার সেভ করা পোস্ট বা মুভি/নাটক পরবর্তী সময়ে ব্রাউজ করে দেখে বা পড়ে নিতে পারবেন, এছাড়া এসব পোস্ট আপনি শেয়ারও করতে পারবেন। ইতিমধ্যে কিছু দেশের ফেসবুক ব্যবহারকারীরা এ সুবিধা পেয়েছেন। এ সুবিধাটি পেতে যেকোনো ক্যাটাগরির পোস্ট সংরক্ষণ করতে পোস্টের ডান পাশে থাকা অপশনে ক্লিক করলেই পাওয়া যাবে সেভ অপশন। শুধু তা-ই নয়, পোস্টের নিচেও যুক্ত হচ্ছে সেভ বোতাম। এর ফলে সেখান থেকেও একই ধরনের সুবিধা পাওয়া যাবে। তবে পোস্টের নিচের সেভ বোতামটি এখনো চালু হয়নি। খুব শিগগিরই এ সুবিধাটি সব ব্যবহারকারী পাবেন বলে জানা গেছে।
কেন সেভ করবেন? অনেকেই ব্যস্ততা কিংবা স্লো নেট কিংবা কম ডাটা থাকার কারণে তাৎক্ষণিক অনেক পোস্ট পড়তে বা দেখতে পারেন না। তারা এখন থেকে তাৎক্ষণিক কোন পোস্ট নিজের কাছে ইন্টারেস্টিং মনে হলে তা সেভ বাটনে ক্লিক করে সেভ করে রেখে পরে সুবিধা জনক সময়ে পড়ে নিতে পারবেন। এই সুবিধা কম্পিউটার এবং মোবাইল অ্যাপ এ এক যোগে পাওয়া যাবে।
formula- টেকক্রাঞ্ছ