The Dhaka Times Desk ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসনের প্রতিবাদে ভারতীয় ‘Zee Bangla movie’ সাইটটি হ্যাক করেছে বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকারস। তাদের অভিযোগ ভারত তাদের এসব চ্যানেল দিয়ে স্পষ্টত বাংলাদেশে সাংস্কৃতিক আগ্রাসন চালাচ্ছে।
of India Zee Bangla movie সাইট হ্যাক করেছে বাংলাদেশের হ্যাকার সংগঠন গ্রে হ্যাট হ্যাকারস। সাইটে হ্যাক করে গ্রে হ্যাট হ্যাকারস তাদের ম্যাসেজে জানিয়েছে-
‘বাংলাদেশে সাংস্কৃতিক আগ্রাসন চালানোর অপরাধে ওয়েবসাইটটি হ্যাক করা হল।’
‘বাংলাদেশে তোমাদের টিভি চ্যানেলগুলো সম্প্রচারিত হচ্ছে। কিন্তু তোমরা তোমাদের দেশে কোনো বাংলাদেশি চ্যানেল সম্প্রচার করতে দাওনি।’
ভারত মূলত তাদের দেশের সব টিভি চ্যানেল বাংলাদেশে সম্প্রচার করছে কিন্তু বাংলাদেশের কোন চ্যানেল সে দেশে চলতে দিচ্ছেনা। এদিকে বিভিন্ন সময় বাংলাদেশ সরকারের নানান চেষ্টা এবং তদ্বিরের পরেও ভারত সরকার বলছে এটা তাদের ইস্যু নয়, ভারতীয় ক্যাবল অপারেটররা বাংলাদেশী টিভি দেখাতে আগ্রহীনন অন্য দিকে ক্যাবল অপারেটরদের জিগ্যেস করলে তারা জানান ভারতীয় জনগণ বাংলাদেশী টিভি দেখতে চায়না তাই তারা এসব টিভি সম্প্রচার করছেন না।
এদিকে গ্রে হ্যাট হ্যাকারস তাদের ম্যাসেজে সব শেষে ভারতীয়দের সাইবার যুদ্ধের বার্তা দিয়ে হুঁশিয়ার করে দিয়েছেন এই বলে- তোমরা এখনই এই আগ্রাসন বন্ধ কর তা না হলে ‘এই আগ্রাসন তোমাদের সাইবার স্পেসকে ধ্বংস করবে।'
শেষ খবর পাওয়া পর্যন্ত জি বাংলা সিনেমা (www.zeebanglacinema.com) সাইটটি এখন হ্যাক দেখাচ্ছে।
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতে মধু মাখলে বেশ উপকার পাওয়া যাবে। যে কারণে এই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আসলে ২০২৫ সালের প্রযুক্তি–দুনিয়া কেমন যাবে, তা নিয়ে অনেক জল্পনা-কল্পনা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিল্মের মানুষদের নেতিবাচকভাবে উপস্থাপনের অভিযোগে ২০২১ সালে সেন্সর বোর্ড থেকে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মধ্য আফ্রিকার দেশ চাদের রাজধানী এনজামেনায় প্রেসিডেন্ট প্রাসাদে বোকো হারাম…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাইরাল এক ভিডিওতে দেখা গিয়েছে, হাতির পিঠে দড়ি দিয়ে আষ্টেপৃষ্ঠে…