The Dhaka Times Desk আগামী ১৯ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘বৃহন্নলা’। গ্রামীণ ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে নির্মিত এই ছবিটি নিয়ে বেশ আশাবাদ ব্যক্ত করেছেন এই প্রজন্মের নায়িকা সাবা।
সোহানা সাবা অভিনীত নতুন চলচ্চিত্র ‘বৃহন্নলা’ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মুরাদ পারভেজ। চলচ্চিত্রটির মুক্তির তারিখ পাকাপাকি করেছেন ছবির পরিচালক মুরাদ পারভেজ। ছবিটির মুক্তির জন্য দীর্ঘদিন অপেক্ষা করার পর অবশেষে অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। হক জুন মাসেই ছবিটিকে কোন কাটাছেঁড়া ছাড়াই ছাড়পত্র দিয়েছে সেন্সর বোর্ড। ‘বৃহন্নলা’ পরিচালক মুরাদ পারভেজের দ্বিতীয় ছবি। এর আগে তার প্রখম ছবি ‘চন্দ্র গ্রহণ’ বেশ কয়েকটি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়। সেই ছবির প্রধান নায়িকা ছিলেন সাবা।
জানা গেছে, ২০১০-১১ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া এই ‘বৃহন্নলা’ ছবিটিতে সাবার বিপরীতে ফেরদৌস ছাড়াও অন্যান্যের মধ্যে অভিনয় করেছেন- ইন্তেখাব দিনার, আজাদ আবুল কালাম, দিলারা জামান, আবদুল্লাহ রানা, ঝুনা চৌধুরী, মানস বন্দ্যোপাধ্যায়, কে এস ফিরোজ প্রমুখ।
‘বৃহন্নলা’ ছবিতে গান রয়েছে ৪টি। সব গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন এই প্রজন্মের সঙ্গীত পরিচালক ইমন সাহা। গানগুলো গেয়েছেন দেবলীনা সুর, কনা ও ভারতের ঋতুরাজ সেন। গানের অডিও অ্যালবাম চলতি মাসের তৃতীয় সপ্তাহে বাজারে আসবে।
‘বৃহন্নলা’ নিয়ে নিজের প্রত্যাশার কথা জানাতে গিয়ে এই প্রজন্মের নায়িকা সোহানা সাবা সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘ছবিটির কাহিনী অনেক চমৎকার এবং ভিন্নধর্মী। গ্রামের রাজনৈতিক পরিস্থিতি ও সামাজিক অবস্থা এই ছবির কাহিনীর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। অসাধারণ কাজ করেছেন পরিচালক মুরাদ পারভেজ। এ্ই ছবিটির জন্য অপেক্ষায় ছিলাম। ছবিটি নিয়ে আমি খুব আশাবাদী। সব শ্রেণীর দর্শকদের কাছেই ছবিটি খুব ভাল লাগবে।
This post was last modified on আগস্ট ১৬, ২০১৪ 3:52 pm
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তুরস্কের রাজধানী আঙ্কারায় “তোমক” নামে এক জনপ্রিয় বিড়ালকে শহরের ‘সম্মানিত…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৫ অগ্রাহায়ণ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউডের দুই অভিনেত্রী কাজল-টুইঙ্কেলের ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’…