Categories: Education and culture

উলিপুরের পরিশ্রমী রতন এখন পাঠ্যপুস্তকে! সদিচ্ছা থাকলে যে কেও বড় হতে পারে রতনই তার জলন্তপ্রমাণ

The Dhaka Times Desk বাবার মৃত্যুর পর যে ছেলেটির আহার জুটত না; তিন বেলা অন্নের সংস্থানে মায়ের সঙ্গে আশ্রয় নিতে হয়েছিল গ্রামেরই এক গৃহস্থের বাড়িতে; সেই ছেলেটি আজ অনেকের জন্য উদাহরণ। উলিপুরের পরিশ্রমী রতন এখন ষষ্ঠ শ্রেণীর পাঠ্যপুস্তকে। তার সততা ও অধ্যবসায়ী জীবন পাঠ করছে শিশুরা। ‘অনাথ রতন এখন লাখপতি’ শিরোনামে রতনের জীবনসংগ্রামের কাহিনী গত বছরের ১০ ফেব্রুয়ারি প্রকাশিত হয় দৈনিক সমকালে। তারপরই সরকারের সংশ্লিষ্ট বিভাগের দৃষ্টিতে আসে তার উদ্যমী জীবন।

মাত্র ৬ বছর বয়সে বাবার মৃত্যুর পর অভাবের তাড়নায় রতনের মা কাজ নেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার জোনাইডাঙ্গা গ্রামের রুপু মজুমদারের বাড়িতে। এর পর উপজেলা সদরের সুভাষ সাহার পত্রিকার দোকানে থাকা-খাওয়ার ভিত্তিতে পত্রিকা বিক্রির কাজ নেন তিনি। পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যান। তবে সপ্তম শ্রেণীর পর আর পারেননি।

কয়েক বছর পর পত্রিকা বিক্রির পাশাপাশি একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে পিয়নের চাকরি নেন। পত্রিকা বিক্রি করতে করতে তার ইচ্ছা জাগে নিজে পত্রিকার এজেন্ট হবেন। ইতিমধ্যে তার কিছু সঞ্চয়ও হয়। তাই দিয়ে ১৯৯৫ সালে স্থানীয় এক সাংবাদিকের সহযোগিতায় ভোরের কাগজের এজেন্ট হন তিনি। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি রতনকে। শুধুই এগিয়ে চলা। একে একে দেশের সব ক’টি শীর্ষ দৈনিকের এজেন্সি পান তিনি।

৩০ বছর বয়সী উদ্যমী যুবক পত্রিকার আয় দিয়ে বাড়িতে গড়ে তোলেন মুরগি ও গরুর ফার্ম। কঠোর পরিশ্রম ও অধ্যবসায় দিয়ে দারিদ্র্যকে জয় করে কয়েক বছরে কয়েক লাখ টাকা সঞ্চয় করেন।

সদালাপী ও বিনয়ী রতন কর্মদক্ষতায় হয়ে ওঠেন উলিপুরে সবার ‘আমাদের রতন’ হিসেবে। সমকালে প্রকাশিত হয় তার জীবনসংগ্রামের কাহিনী। এর পর তার এ সাফল্যের কাহিনী চলতি বছরের ষষ্ঠ শ্রেণীর ‘কর্ম ও জীবনমুখী শিক্ষা’ বইয়ের ১৭ নম্বর পাতায় ‘কায়িক শ্রম ও এর অনুশীলন’ শিরোনামে স্থান পেয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) এ স্বীকৃতিতে মহা উৎফুল্ল ও গর্বিত রতন সরকার। আনন্দিত তার পরিবার, স্বজন ও এলাকার মানুষ। পাঠ্যবইয়ে রতনের জীবনকাহিনী স্থান পাওয়ায় উপজেলার ৬৩টি মাধ্যমিক স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও জেলা সদরের মানুষের মুখে মুখে আলোচিত হচ্ছে রতনের নাম। অনেকেই কৌতুহলবশত ষষ্ঠ শ্রেণীর এ বইটি সংগ্রহ করছেন।

তবে ষষ্ঠ শ্রেণীর ‘কর্ম ও জীবনমুখী শিক্ষা’ বইয়ে ‘কায়িক শ্রম ও এর অনুশীলন’ শিরোনামে প্রকাশিত রতনের গল্পটি সমকালে প্রকাশিত প্রতিবেদন থেকে নেওয়া হলেও সূত্র হিসেবে ইন্টারনেট উল্লেখ করা হয়েছে। তার বিষয়ে বইটিতে বলা হয়েছেথ ‘সাফল্য অর্জনে প্রয়োজন কঠোর পরিশ্রম আর অধ্যবসায়। সততার মাধ্যমে মেধা আর পরিশ্রমের সমন্বয় ঘটাতে পারলেই কেবল সাফল্য অর্জন করা যায়। আজ আমরা এমন একজন মানুষের গল্প শুনব। যিনি তার জীবনে সততা আর কায়িক শ্রমের যথাযথ সমন্বয় ঘটিয়েছেন।’

রতনের বাড়ি জোনাইডাঙ্গা গ্রাম ও উলিপুরের কথা বলা হলেও উলিপুরের অবস্থান কোন জেলায়, তা উল্লেখ করা হয়নি। তবু রতনের সংগ্রামী জীবনকাহিনী পাঠ্যবইয়ে প্রকাশের খবর শুনে তার এলাকাসহ জেলা সদরের মানুষ এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা দারুণ খুশি। উলিপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ কবির রানু বলেন, ‘আমাদের রতন এখন পাঠ্যপুস্তকে। বিষয়টি পাঠ্যবইয়ে দেখে খুবই আনন্দ ও গর্ববোধ করছি।’

সরকারের স্বীকৃতিতে খুশি রতন সরকারও। তবকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল হান্নান ফোন করে তাকে প্রথম খবরটি জানান। এ ছাড়া অনেক বিদ্যালয়ের শিক্ষক, পত্রিকা পাঠক ও সুধীজন ফোন করে, কেউ বাড়িতে এসে তাকে অভিনন্দন জানান।

প্রতিক্রিয়ায় রতন সরকার বলেন, ‘আমি সততার সঙ্গে কঠোর পরিশ্রম করেছি এবং মানুষের ভালোবাসা পেয়েছি বলেই আজ আমি সম্মানিত হয়েছি। তবে আমি কী পেলামথ তা বড় কথা নয়। আমার সংগ্রামী জীবন পড়ে শিক্ষার্থীরা যদি তা প্রতিপালন করে, তবেই আমি ধন্য হব।’ এ জন্য সমকালের কাছে সর্বাগ্রে কৃতজ্ঞতা জানান তিনি। বছর দুই আগে তার মা মারা যান। এটা রতনের কাছে বড় কষ্টের। তিনি বলেন, ‘যে মায়ের চেষ্টায় আজ আমি এত বড় হয়েছি, মা তা দেখে যেতে পারলেন না!’ রতনের এ সাফল্যে তার স্ত্রী সুমিত্রা রানী, মেয়ে রাত্রী এবং রীতিও খুব খুশি।

আজ রতন আমাদের এই সমাজের কাজে একটি উদাহরণ হয়ে রইলো। কারণ ইচ্ছে করলে অনেক অসাধ্য যে সাধ্য করা যায় তা প্রমাণ করলেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার রতন।

Staff reporter

Recent Posts

অতিথিদের কাছে খাবারের টাকা চেয়ে ‘হাত পাতলেন’ এক কোটিপতি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিয়েতে দাওয়াত করা হয়েছে। অথচ অতিথিরা পৌঁছানোর পর তাদের জন্য…

% days ago

A wonderful landscape

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ৩০ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ১৬ চৈত্র ১৪৩১…

% days ago

পুষ্টিবিদের অভিমত: গরমের কোন সব্জি খেলে ইউরিক অ্যাসিডের মাত্রা কমে আসবে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণত অত্যাধিক পরিমাণে প্রোটিন খেলে, ওজন বাড়লে দেহে ইউরিক অ্যাসিডের…

% days ago

নতুন ৭ সিনেমার টিভি প্রিমিয়ার চ্যানেল আইয়ে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যে কোনো উৎসবে বরাবরই দর্শকদের সঙ্গে আনন্দের ভাগিদার হয় চ্যানেল…

% days ago

মিয়ানমারে ভূমিকম্প: নিহতের সংখ্যা হাজার ছাড়িয়ে যেতে পারে: ইউএসজিএস

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে যেতে পারে…

% days ago

পর্যটকদের গাড়ি দেখে লুকিয়ে পড়লো সিংহ: দুই পশুরাজের লুকোচুরি খেলার ভিডিও ভাইরাল!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পশুরাজ সিংহের হাবভাব দেখে কিছুই বুঝতে পারছিলেন না উপস্থিত পর্যটকরা।…

% days ago