The Dhaka Times Desk প্রাকৃতিক সৌন্দর্য ছড়িয়ে আছে সারা পৃথিবী জুড়ে এই কথা বলার আর অপেক্ষা রাখে না কিন্তু নিচের এই ছবিগুলো অস্ট্রেলিয়া একাই যে কি পরিমাণ প্রাকৃতিক শোভা বহন করছে তা না দেখলে আপনার বিশ্বাসই হবে না। এমনই প্রাকৃতিক সৌন্দর্যের কিছু ছবি আমরা আপনাদের জন্য আজ তুলে ধরবো।
জোহান লোলস বেলজিয়ামের একজন বাসিন্দা গত একটি বছর শুধুমাত্র অস্ট্রেলিয়াকে দেখার জন্য ভ্রমণ করেছেন।
তিনি একবছর অস্ট্রেলিয়ায় ছিলেন। এই সময়টায় তিনি পাড়ি দিয়েছেন ৪০০০০ মাইল।
কখনো গাড়িতে, কখনো পায়ে হেটে, কখনো হাইকিং করে কিংবা নৌকায় চড়ে।
আরো দেখুন- বানরের এই মুখভঙ্গিগুলো আপনাকে দ্বিধান্বিত করে ফেলবে
জোহান লোলাস ফিরে এসেছেন বেলজিয়াম কিন্তু সাথে করে এনেছেন তার অস্ট্রেলিয়া ভ্রমণের অসাধারণ কিছু ছবি।
আমাদের আজকের আয়োজন তার সেই ছবিগুলো নিয়ে যা দ্বারা বোঝা যাবে অস্ট্রেলিয়া কত সুন্দর।
এই একবছরে জোহান খুব কাছ থেকে দেখেছেন ক্যাঙ্গারুদের জীবনযাপন, উত্তরাঞ্চলের সমুদ্র উপকূলে সাগরের কচ্ছপের ডিম পাড়া।
সাতার কেটেছেন তিমি আর ডলফিনের সাথে পশ্চিমাঞ্চলের উপকূলে। খাঁচায় বন্দী থেকে ডাইভিং করেছেন পানির নিচে যেখানে অসংখ্য হোয়াইট শার্ক ঘোরাঘুরি করছিল।
উড়ে গিয়েছেন গ্রেট ব্যারিয়ার রীফের উপর দিয়ে। এমনই সব নিঃশ্বাস বন্ধ করে ফেলার মতো দৃশ্য দেখেছেন তিনি।
জোহান লোলাস সামনের বছর যাবেন নিউজিল্যান্ডে সেখানেও তিনি একবছর অবস্থান করবেন। আমরা আশা করি সেখান থেকেও অসাধারণ কিছু প্রাকৃতিক সৌন্দর্যের ছবি পাবো।
প্রাকৃতিক অস্ট্রেলিয়ার আরো ছবি দেখুন গ্যালারিতেঃ
Reference: Borpanda